Viral

বিমানে সুখটান কাণ্ডে অবশেষে গ্রেফতার ইউটিউবার, রাত কাবার হতেই মিলল জামিন

ববি কাটারিয়া নামেওই সামাজিক মাধ্যমের প্রভাবীর বিরুদ্ধে স্পাইসজেটের বিমানে বসে ধূমপানের অভিযোগ উঠেছিল। সম্প্রতি সেই ঘটনায় নতুন করে তাঁর নামে মামলা করে বিমানসংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫৫
Share:

সকালে জামিন পেয়ে যান ওই প্রভাবী। প্রতীকী ছবি।

বিমানে বসে সুখটান দিচ্ছিলেন এক ইউটিউবার। তাঁর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা দেখে বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতারি দাবিও ওঠে। কিন্তু ইউটিউবারকে অনেক চেষ্টা করেও খুঁজে বের করতে পারেনি পুলিশ। জানুয়ারির এই ঘটনায় অবশেষে বুধবার গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে ছাড়াও পেয়ে গেলেন অভিযুক্ত।

Advertisement

ববি কাটারিয়া নামেওই সামাজিক মাধ্যমের প্রভাবীর বিরুদ্ধে স্পাইসজেটের বিমানে বসে ধূমপানের অভিযোগ উঠেছিল। সম্প্রতি সেই ঘটনায় নতুন করে তাঁর নামে মামলা করে বিমানসংস্থাটি। যার জেরে কোর্ট ওই প্রভাবীকে পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেয়। গত বুধবার ববি থানায় এসে হাজরা দিলে পুলিশ তাকে গ্রফতার করে। কিন্তু রাত টুকু লক আপে কাটানোর পরেই সকালে জামিন পেয়ে যান ওই প্রভাবী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement