Viral Video

খাবার খেতে খেতে বিষম খেল ভাই, কী ভাবে বাঁচাল দিদি, প্রকাশ্যে সেই ভিডিয়ো

স্কুলে খাবার খাওয়ার সময় বিষম খেল এক কিশোর। ভাইকে এই অবস্থায় দেখে খাবার ছেড়ে উঠে পড়ল কিশোরী। তার পরই উপস্থিত বুদ্ধি খাটাল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৪:৩৫
Share:

ভাইকে বাঁচাতে কিশোরীর পদক্ষেপের প্রশংসা করেছেন অনেকে। —ছবি ইনস্টাগ্রাম।

স্কুলের ক্যাফেটেরিয়ায় দিদির সঙ্গে বসে খাবার খাচ্ছিল এক কিশোর, খাবার খেতে গিয়ে বিষম খেল সে। এতটাই বিষম খেল যে, চেয়ার ছেড়ে সে উঠে পড়ল। এই অবস্থায় ভাইকে দেখে খাবার ছেড়ে উঠে পড়ল তার দিদি। তার পর?

Advertisement

গলায় খাবার আটকে গিয়েছে কিশোরের। আর তার জেরে বিষম খেয়েছে সে। কিছুতেই ঠিক হচ্ছে না। ভাইকে এ ভাবে দেখে ‘হেমলিচ ম্যানুভার’ করল তার দিদি। ভাইকে পিছন দিক থেকে দু’হাত দিয়ে ধরে উপর-নীচে দোলাল কিশোরী। ওই সময় ভাইয়ের পেটে হাত দিয়ে ধরেছিল কিশোরী।

Advertisement

এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। বিষম খাওয়ায় ভাইকে বাঁচাতে যে পদ্ধতি অনুসরণ করল কিশোরী, তার তারিফ করেছেন সকলে। ঘটনাটি ম্যাসাচুসেটসের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement