প্রতিযোগীকে দেখতে ভিড় জমেছে রাস্তায়। ছবি : টুইটার থেকে।
সজোরে ছুটছে ফাঁকা অটো। যাত্রী তোলার ইচ্ছে তো নেই-ই। আশপাশের জনপ্রাণীকে দেখার বালাইও নেই তার। বরং সবাই ভিড় করে দেখছে ওই যাত্রীহীন অটোকেই। চলছে অটো প্রতিযোগিতা।
চার চাকা গাড়ি নিয়ে ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা হয় বিদেশে। ভারতের মহারাষ্ট্রে খানিকটা সেই একই ফর্মুলায় হয় তিন চাকা অটো নিয়ে প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতার নিয়মে হালকা মোচড় আছে। এই প্রতিযোগিতার প্রতিযোগীরা সোজা পথে চলে না।
সম্প্রতি সেই প্রতিযোগিতার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে উল্টো পথে বেদম বেগে ছুটছে একের পর এক অটো। যে গতিতে তারা পিছোচ্ছে, তা বেশ ভয় পাওয়ার মতো। একটা সময় এক প্রতিযোগীকে উল্টো পথে ছুটতে গিয়ে উল্টেও যেতে দেখা যায়।
ভিডিয়োটি শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। বিবরণে তারা জানিয়েছে, এই প্রতিযোগিতার আয়োজ করা হয়েছিল মহারাষ্ট্রের সাঙ্গলির হরিপুর গ্রামে সঙ্গমেশ্বর যাত্রা উপলক্ষে।