Bollywood News

পরনে লক্ষ লক্ষ টাকার পোশাক! কার বিয়েতে হাজির প্রিয়ঙ্কা?

সম্প্রতি ‘দ্য ব্লাফ’ নামে একটি অ্যাকশন ঘরানার ছবির শুটিং শেষ করেছেন প্রিয়ঙ্কা। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। হলি অভিনেতা জন সিনার সঙ্গেও কমেডি ঘরানার একটি ছবিতে অভিনয় করার কথা প্রিয়ঙ্কার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৫
Share:

প্রিয়ঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস। —ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

একের পর এক অনুষ্ঠান চলছে অভিনেত্রীর পরিবারে। সেই উপলক্ষে কখনও মুম্বই, কখনও লস অ্যাঞ্জেলসে পাড়ি দিচ্ছেন বলি নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি শ্বশুরবাড়ির এক অনুষ্ঠানে স্বামী নিক জোনাসের সঙ্গে ধরা দিলেন তিনি। প্রকৃতির মাঝে স্বামীর বাহুবন্দি অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই ছবি ধরা পড়তেই নজর কেড়েছে প্রিয়ঙ্কার পোশাক। অভিনেত্রীর পরনে কালো রঙের ড্রেস। নিক পরেছেন গোলাপি রঙের স্যুট। বলিপাড়া সূত্রে খবর, প্রিয়ঙ্কা যে পোশাকটি পরেছেন তার দামই নাকি লক্ষ লক্ষ টাকা।

Advertisement

সম্প্রতি দীর্ঘকালীন প্রেমিকার সঙ্গে আংটিবদল সারেন প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়া। সেই উপলক্ষে মুম্বই গিয়েছিলেন অভিনেত্রী। অনুষ্ঠানপর্ব মিটতেই আবার লস অ্যাঞ্জেলস ফিরে যান তিনি। সেখানে পৌঁছনোর পর শ্বশুরবাড়ির এক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় প্রিয়ঙ্কাকে। সমাজমাধ্যমে সোমবার কয়েকটি ছবি পোস্ট করেন জনপ্রিয় গায়ক নিক। তাঁর পোস্ট থেকে জানা যায় যে, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা।

প্রিয়ঙ্কার ভাসুর কেভিন জোনাসের স্ত্রী ড্যানিয়েল জোনাস। ড্যানিয়েলের বোন ক্যাথলিন ডেলেসার বিয়েতে গিয়েছিলেন নিক এবং প্রিয়ঙ্কা। তাঁদের সঙ্গে ছিলেন জোনাস পরিবারের অন্য সদস্যেরাও। সেই অনুষ্ঠানেই কালো ড্রেস পরে হাজির ছিলেন প্রিয়ঙ্কা। বলিপাড়া সূত্রে খবর, অভিনেত্রীর পরনে যে পোশাক ছিল, ভারতীয় মুদ্রায় তার মূল্য দু’লক্ষ টাকা।

Advertisement

সম্প্রতি ‘দ্য ব্লাফ’ নামে একটি অ্যাকশন ঘরানার ছবির শুটিং শেষ করেছেন প্রিয়ঙ্কা। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। হলি অভিনেতা জন সিনার সঙ্গেও কমেডি ঘরানার একটি ছবিতে অভিনয় করার কথা প্রিয়ঙ্কার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement