Marriage Story

মণ্ডপে বসে বন্ধুদের সঙ্গে মোবাইলে গেম খেলছেন পাত্র! ‘লুডোরাজ’ আখ্যা দিল সমাজমাধ্যম

ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে রয়েছেন বর বাবাজীবন। তবে তাঁর নজর সামনের দিকে নয়, ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। বিয়ে করতে এসে বন্ধুদের সঙ্গে লুডো খেলছেন মশগুল হয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:১৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের মণ্ডপে বসেও মোবাইল থেকে চোখে সরাচ্ছেন না বর। মাথায় টোপর, পরনে জমকালো পাজামা-পাঞ্জাবি, গলায় বরমালা। সুসজ্জিত মণ্ডপে বসেই মোবাইল ঘাঁটতে ব্যস্ত বরবাবাজি। না, মোবাইলে কোনও বিশেষ কাজ করছেন না তিনি। বন্ধুদের সঙ্গে লুডো খেলে চলেছেন মনের আনন্দে। এমনই এক মজার ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে ছবিটি। যা দেখে বিস্তর মজা পেয়েছেন নেটাগরিকদের একাংশ। যদিও ভাইরাল সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে রয়েছেন বর বাবাজীবন। তবে তাঁর নজর সামনের দিকে নয়, ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। বিয়ে করতে এসে বন্ধুদের সঙ্গে লুডো খেলছেন মশগুল হয়ে। সেই ছবিই প্রকাশ্যে এসেছে।

গত বুধবার ‘মুসকান’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ছবিটিতে লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে। শেয়ারও হয়েছে অনেক। পোস্টটি দেখে নেটাগরিকদের অনেকেই অনেক মজার মজার মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, ‘‘বিয়ে তো হবেই। কিন্তু লুডো ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ।’’ দ্বিতীয় জন আবার লিখেছেন, ‘‘বর যদি এমন হয়, তা হলে বিয়ে আমকে ভয় ধরাচ্ছে।” তৃতীয় এক জনের কথায়, ‘‘ইনিই হলেন লুডোর রাজা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement