— প্রতীকী চিত্র।
বাদামে অ্যালার্জি হওয়া সত্ত্বেও এক বিমানযাত্রী বিমানে উঠে কিনে নিলেন সমস্ত বাদাম। কেন তিনি এই কাজ করেছেন, তার কারণ শুনে অবাক হয়ে গিয়েছে ইন্টারনেট।
ওই বিমানযাত্রীর নাম লিয়া উইলিয়াম। বয়স ২৭ বছর। জার্মানির ডুজলডফ বিমানবন্দর থেকে লন্ডনের হিথরোয় যাচ্ছিলেন তিনি। তিনি যে বিমান সংস্থার বিমানে সফর করছিলেন, তারাই জানিয়েছে লিয়ার কথা। যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
বাদামে মারাত্মক অ্যালার্জি লিয়ার। এতটাই যে, কেউ তাঁর সামনে বাদামের খোলা ভাঙলেও তাঁর শরীরে প্রতিক্রিয়া হয়। গোটা শরীর জুড়ে লালচে চাকা চাকা দাগ দেখা দেয়। ফুলে ওঠে হাত-পাা-মুখ। ওই সংস্থাটি জানিয়েছে, নিজের অবস্থার কথা জানিয়ে বিমানে একটি ঘোষণা করার অনুরোধ করেন লিয়া। কিন্তু বিমানের কর্মীরা তাঁর সেই বক্তব্যে সাড়া না দেওয়ায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই সমস্ত বাদাম কিনে নেন তিনি। মোট ৪৮ প্যাকেট বাদাম কিনতে ১৬০ ইউরো খরচ হয় লিয়ার। ভারতীয় মুদ্রায় যা সাড়ে ১৫ হাজার টাকার সমান।