Pizza

কলা দিয়ে তৈরি হচ্ছে পিৎজা, ভিডিয়ো দেখে উপোস করার শপথ নিলেন দর্শকেরা

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ২১:৪৭
Share:

প্রতীকী ছবি।

কলা দিয়ে বানানো হচ্ছে পিৎজা। সেই ভিডিয়ো দেখে খাওয়া ভুলল ইন্টারনেট। ইনস্টাগ্রামে এই খাবারের রেসিপির একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন কেউ। সেই ভিডিয়ো দেখে শোরগোল উঠল, এ খাবার খাওয়ার থেকে না খেয়ে মরে যাওয়াও ভাল।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে ময়দার বদলে পিৎজার ‘বেস’ অর্থাৎ যার উপর সস, চিজ সাজিয়ে খেতে দেওয়া হয়, সেটি বানানো হচ্ছে কলা দিয়ে। প্যানের মধ্যে কলা নিয়ে সেগুলিকে চটকে তার উপর পিৎজার সস এবং চিজ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার পর বেক করতে অভেনেও ঢোকানো হচ্ছে প্যানটিকে। কিন্তু শেষে পিৎজা তৈরি হয়ে বেরনোর পর যা দেখা যাচ্ছে, তা দেখে বিরক্ত নেটাগরিকেরা।

ভিডিয়োটি ভাইরাল হয়েছে। তবে ভালবেসে নয়। একটা খাবার কতটা খারাপ হতে পারে তার উদাহরণ দিতেই এই ভিডিয়ো বার বার শেয়ার করা হয়েছে। যাঁরাই দেখেছেন তাঁরাই নিন্দা করেছেন রাঁধুনীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement