Viral

Viral: স্ত্রীর মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই ‘রোমান্টিক ট্যুরে’ গেলেন যুবক!

শেষ মুহূর্তে বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন স্ত্রী। তাই স্ত্রীর মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই বেড়াতে গেলেন ফিলিপিন্সের এক যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৩:০৯
Share:

ছবি টুইটার।

স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সব ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হল স্ত্রীকে। যাঁর সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য এত প্রস্তুতি নিয়েছিলেন, তিনি-ই যদি না যেতে পারেন, তা হলে আর ঘুরতে যাওয়ার মানে কী! কিন্তু, এত দিনের পরিকল্পনা, শেষ মুহূর্তে ভেস্তে যাবে! এই দোটানার মধ্যেই বেড়াতে যেতে অভিনব উপায় খেলে গেল যুবকের মনে।

Advertisement

সশরীরে স্ত্রী যেতে পারছেন না তো কী হয়েছে, তাঁর মুখাবয়বের ছবি লাগানো বালিশ নিয়েই বাড়ি থেকে ‘রোমান্টিক ট্যুরে’ বেরিয়ে পড়লেন ফিলিপিন্সের এক যুবক। তার পর?

স্ত্রীর ছবি লাগানো ওই বালিশই হয়ে উঠল তাঁর বেড়ানোর সঙ্গী। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রেমন্ড ফরচুনেডো নামে এক যুবক স্ত্রীর মুখোশের ছবি বালিশের ঢাকা পরিয়ে তা নিয়েই ফিলিপিন্সের পালাওয়ানের কোরোন এলাকায় ছুটি কাটাতে যান।

Advertisement

বেড়াতে গিয়ে শপিং করার সময়, এমনকি হোটেলে প্রাতরাশ সারার সময়ও ওই বালিশ ছিল তাঁর সঙ্গী। বালিশের সঙ্গে ছবিও তুলেছেন ওই যুবক। আসলে বেড়াতে গিয়ে স্ত্রীকে যাতে ‘চোখে হারাতে’ না হয়, সে কারণেই এমন অভিনব পরিকল্পনা ওই যুবকের।

ফিলিপিন্সের ওই যুবকের এ হেন কাণ্ডকারখানার ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement