Funny Video

‘তোমাকে দোকান থেকে কিনে এনেছি’! মালিকের স্বীকারোক্তি শুনে ছল ছল পোষ্যের চোখ

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ২০:০১
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

সন্তানকে দোকান থেকে কিনে এনেছিলেন— মজা করে এমন কথা বলে থাকেন বহু বাবা-মা। সম্প্রতি এক পোষ্যের মালিকও তাঁকে এই ‘দুঃসংবাদ’টি দিয়েছিলেন। যা কি না আদতে সত্যি কথাই। কিন্তু তা শুনে মেনে নিতে পারেনি তাঁর পোষ্য।

Advertisement

ঘটনাটির একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন ওই পোষ্যের মালিক। সেই ভিডিয়ো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে নিকষ কালো রঙের একটি সারমেয়কে বলা হচ্ছে, ‘‘তোমাকে আমরা দত্তক নিয়েছিলাম’’। কথাটি শুনে আচমকাই বদলে যেতে শুরু করে কুকুরটির ভাব ভঙ্গী।

বদলে যাওয়া সেই মুখের ভাবের দৃশ্য দেখে হেসে কূল পাচ্ছেন না নেটাগরিকেরা। কথাটি শোনার আগে কুকুরটি আপন মনে খেলতে ব্যস্ত ছিল। তাকে বলা হয়, ‘‘শোনো তোমাকে একটা কথা বলার আছে চুপটি করে বসো।’’ অদ্ভুত ভাবে কুকুরটি সে কথা শুনে চুপ চাপ বসেও পড়ে। এর পরই সেই ঘোষণা! যা শুনে ধীরে ধীরে বদলে যায় কুকুরটির অভিব্যাক্তি।

Advertisement

শেষটায় তার মুখের ভাব এমন পর্যায়ে পৌঁছয় যে দেখে করুণা হবে যে কোনও কুকুরপ্রেমীর। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা বলেছেন, ‘‘ওকে দয়া করে সামলাও। ও পুরোপুরি ভেঙে পড়েছে খবরটা শুনে’’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement