ছবি: সংগৃহীত।
উপরের ছবিটি শুধু ছবি নয়। এই ছবি আসলে একটি পরীক্ষা। ব্যক্তিত্বের পরীক্ষা। এই ছবিতে আপনি প্রথম কী দেখলেন, তা খুলে দেবে আপনার ব্যক্তিত্বের অজানা দিক। হয়তো বা বদলে দেবে পুরনো ধারণাও।
এ ছবির ভিতরে আদতে দু’টি ছবি আছে। একটি হল পাখি। অন্যটি সিংহ। আপনি প্রথমে কী দেখলেন?
মনে রাখতে হবে প্রথম দর্শনে যে ছবিটি আপনার নজর টেনেছে, সেটির ভিত্তিতেই যাচাই করতে হবে আপনার ব্যক্তিত্ব। তাই প্রথম নজরে কী দেখেছিলেন বা ছবিটি দেখে ঠিক কী মনে হয়েছিল, সেটা মনে রাখতে হবে। উত্তর বদলালে চলবে না।
আপনি যদি প্রথমে পাখি দেখে থাকেন, তবে আপনি হলেন একজন সৃষ্টিশীল মানুষ। আপনি হালকা মেজাজেরও মানুষ। তবে আপনার নীতিবোধও প্রবল। কোনটা ঠিক এবং কোনটা বেঠিক সে ব্যাপারে দৃঢ় ধারণা রয়েছে আপনার। যদিও নিয়মের বেড়াজালে আপনাকে বেঁধে রাখা যায় না। আপনি প্রথাগত নিয়ম ভেঙে বেরোতেই ভালবাসেন।
যদি সিংহ প্রথম দেখে থাকেন, তবে আপনার ব্যক্তিত্ব জোরালো। আপনি একটু অনুসন্ধিৎসু প্রকৃতির। আপনি সাহসীও। ভয়কে সহজেই জয় করার ক্ষমতা আছে আপনার। ঝুঁকি নিতে ভয় পান না। আপনার মধ্যে সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও আছে।