Viral Video

নদীর জলস্তর বাড়তেই বিপদ, পর্যটকবোঝাই প্রমোদতরীর মাথার উপর দিয়ে ‘ছুটে গেল’ সেতু! রইল ভয় ধরানো ভিডিয়ো

শহরের রাতের দৃশ্য উপভোগ করতে করতে সুন্দর সময় কাটাচ্ছিলেন পর্যটকেরা। হঠাৎ ভয়ে সিঁটিয়ে গেলেন সকলে। মাথা নীচু করে ঝুঁকে পড়লেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১১:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাতের অন্ধকারে আলোয় মোড়া বহুতলগুলির যেন অন্য রূপ। সেই সৌন্দর্য উপভোগ করবেন বলেই প্রমোদতরীতে চেপে ঘুরতে বেড়িয়েছিলেন পর্যটকেরা। বিলাসবহুল প্রমোদতরীর ছাদে বসে কেউ খাওয়াদাওয়া করছেন। কেউ আবার মনের মানুষের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত।

Advertisement

শহরের রাতের দৃশ্য উপভোগ করতে করতে সুন্দর সময় কাটাচ্ছিলেন পর্যটকেরা। হঠাৎ ভয়ে সিঁটিয়ে গেলেন সকলে। মাথা নীচু করে ঝুঁকে পড়লেন তাঁরা। কারণ তাঁদের সামনে তখন ভয়াবহ বিপদ। এক নজরে দেখলে মনে হবে যে, প্রমোদতরীটি একেবারে ভেঙেচুরে যাবে। কারণ, প্রমোদতরী ঘেঁষে তার মাথার উপর দিয়ে ‘ছুটে যাচ্ছে’ একটি সেতু। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘ম্যাট কেস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডলের পাতায় এই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ঘটনাটি ব্যাংককের চাও ফ্রায়া নদীতে ঘটেছে। সেই নদীর বুকে ভেসে যাচ্ছিল একটি বিলাসবহুল প্রমোদতরী। প্রমোদতরীর ছাদে বসেছিলেন পর্যটকেরা। প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর।

Advertisement

নদীর উপরে রয়েছে একটি সেতু। সেতুর তলা দিয়ে প্রমোদতরীটি অতিক্রম করতেই মনে হল, তা যেন সেতুর গা ঘেঁষে পার হল। বিপদ থেকে নিজেদের বাঁচাতে মাথা নামিয়ে ফেলেছিলেন পর্যটকেরা। সেতু পার করার পর আবার সবাই মাথা উঁচু করলেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘কী সাংঘাতিক! আমি সেই সময় প্রমোদতরীতে থাকলে আঁতকে উঠতাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement