ছবি: সংগৃহীত।
রৌদ্রকরোজ্জ্বল দিন, নির্সগের শোভা দেখতে খোশমেজাজে বৈসরন উপত্যকায় জড়ো হয়েছিলেন পর্যটকেরা। তাঁরা স্বপ্নেও ভাবতে পারেননি ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে ভূস্বর্গ। কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ফেরা হল না পর্যটকদের। জঙ্গিদের বুলেট এ ফোঁড়-ও ফোঁড় করে দিয়ে গেল একের পর এক পর্যটককে। পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর গুলিবৃষ্টি করে হত্যালীলা চালাল জঙ্গিরা। মঙ্গলবার দুপুরে উপত্যকার সুবজ ঘাসের গালিচা ভেসে গেল রক্তে। নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে জঙ্গিরা। জঙ্গি হামলার মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় ধরা পড়েছে জঙ্গি হামলার মুহূর্তটি। উপত্যকায় ছ়়ড়িয়ে-ছিটিয়ে বসেছিলেন পর্যটকেরা। পাহাড়ে ঘেরা উপত্যকা পর্যটন মরসুমে ভিড়ে ঠাসা থাকে। মঙ্গলবার দুপুরেও সে চিত্রের বিশেষ বদল হয়নি। পর্যটকেরা তখনও জানতেন না তাঁদের জন্য কী অপেক্ষা করছে! বৈসরন ময়দান ও আশপাশের পাইন বনে ইতস্তত ঘোরাফেরা করছিলেন কিছু পর্যটক। কেউ পাপড়ি চাট, ভেলপুরির স্বাদ নিতে বসেছিলেন দোকানে। কেউ আবার ঘোড়সওয়ারি করতে ব্যস্ত ছিলেন। এর মাঝেই মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় জঙ্গিরা। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিশাল উপত্যকায় চলছে হত্যালীলা। বন্দুকের গুলির গগনবিদারী শব্দ। তার পরই বুকফাটা আর্তচিৎকারে ভরে উঠছে ভূস্বর্গের বাতাস। মাটিতে পড়ে রয়েছে নিহত পর্যটকের দেহ। তাঁর সামনে ঝুঁকে রয়েছেন দু’জন ব্যক্তি। তাঁদের পরিচয় জানা সম্ভব হয়নি।
ভিডিয়োটি ফেসবুকে ‘দিব্যেন্দু ঘোষ’ নামের এক ব্যক্তির অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালানো এক জঙ্গির ছবি সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে। ছবিতে ওই জঙ্গির মুখ দেখা যায়নি। তবে পিছন থেকে তোলা ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তার হাতে একে-৪৭ বন্দুকটি। ছবিটিকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে ইতিমধ্যেই।