ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
টিশার্টের উপর জ্যাকেট পরে রয়েছেন তরুণ। অথচ সেই জ্যাকেটেই নজর পড়েছে এক জনের। তাই চেন দিয়ে জ্যাকেট আটকানো থাকলেও তা খুলে ফেলল তরুণের সামনে দাঁড়িয়ে থাকা ওরাং-ওটাং। শুধু তা-ই নয়, তরুণের গা থেকে জ্যাকেট খুলে নিজেই পরে নিল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ব্রোদ্যাটসনেচার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ওরাং-ওটাঙের সামনে জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। সঙ্গে রয়েছেন তাঁর কয়েক জন বন্ধুও। কিন্তু ক্যামেরার পিছনে রয়েছেন তাঁরা সকলেই। টিশার্টের উপর জ্যাকেট পরেছিলেন সেই তরুণ। গলা পর্যন্ত জ্যাকেটের চেন টেনে রেখেছিলেন তরুণ। তবে তরুণের সামনে দাঁড়িয়ে ওরাং-ওটাংটি জ্যাকেটের চেন টেনে খুলে ফেলল। শুধু তা-ই নয়, হাত দিয়ে টেনে সেই জ্যাকেটটি খোলার চেষ্টাও করছিল সে। ওরাং-ওটাঙের ইশারা বুঝে তরুণ নিজেই তাঁর জ্যাকেটটি খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে তরুণের হাত থেকে জ্যাকেটটি টেনে নিয়ে ভাল করে পরখ করতে শুরু করল ওরাং-ওটাংটি। তার পর জ্যাকেটটি মাথার উপর ফেলে দিয়ে চটপট করে দু’হাতের ভিতর দিয়ে গলিয়ে নিল সে। জ্যাকেটটি পরার পর আবার নিজেই চেন টেনে দেখতে থাকে ওরাং-ওটাংটি।
ঘটনাটি কোথাকার সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটব্যবহারকারী মজার ছলে বলেছেন, ‘‘ওরাং-ওটাংটির ফ্যাশন সম্পর্কে দারুণ ধারণা রয়েছে দেখছি।’’