ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিয়েতে শামিল হয়েছে প্রিয় পোষ্য। আর তাকে কোলে তুলে নিয়েই নাচলেন পাত্র। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে মন ভাল করা সেই ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে বরযাত্রীরা নাচছেন। রথের উপর উঠে সাদা শেরোয়ানি এবং মাথায় পাগড়ি পরে নাচছেন পাত্রও। তাঁর কোলে রয়েছে পোষ্য কুকুর। তাকে কোলে নিয়েই একনাগাড়ে নেচে চলেছেন তিনি। মালিককে আঁকড়ে ধরে রেখেছে কুকুরটিও। মনিবের বিয়ে উপলক্ষে তাকেও বরযাত্রীতে শামিল করা হয়েছে। সাজানো হয়েছে গোলাপি একটি পোশাক পরিয়ে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘এজ স্ট্রিম’ হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ৭০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেক তারকাও প্রতিক্রিয়া জানিয়েছেন সেই ভিডিয়ো দেখে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘যে মেয়ে এমন এক জন মানুষকে বিয়ে করছেন তাঁকে অভিনন্দন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ রকম ভালবাসা দেখে মন ভাল হয়ে যায়। সবচেয়ে ভাল হল কুকুরটি দেশি। গোলাপি পোশাকে তাকে খুব সুন্দর দেখাচ্ছে।’’