দৃষ্টি শক্তির নতুন পরীক্ষা হাজির।
গুণীজনেরা বলে গিয়েছেন, ‘প্র্যাকটিস মেকস থিং পারফেক্ট’। অর্থাৎ অভ্যাসে উৎকর্ষ বাড়ে। যে জিনিস যত বেশি অভ্যাস করবে, ততই বাড়বে মুন্সিয়ানা। ফেলুদা শিখিয়েছে পর্যবেক্ষণও অভ্যাসের ব্যাপার। দৃষ্টিশক্তি কতটা প্রখর, যত তার পরীক্ষা হবে তত ভাল। তাই দৃষ্টি শক্তির নতুন পরীক্ষাও হাজির। এ বার সিন্ধুঘোটকের ভিড়ে খুঁজে বের করতে হবে শিল মাছ!
এই দৃষ্টিবিভ্রমের ধাঁধাটি ফেসবুকে পোস্ট করেছেন সেই হাঙ্গেরিয়ান শিল্পী গার্গলি ডুডাস। শিল্পী অবশ্য নিজেই জানিয়েছেন, এই ধাঁধাটি তিনি জেনেশুনেই কিছুটা সহজ ভাবে বানিয়েছেন। পরীক্ষা সবসময় কঠিন হলে পরীক্ষার মজা মাটি। তাই এই প্রশ্নপত্র একটু দুধেভাতে গোছের।
খুঁজে বের করুন তো!
তবে কি না সিন্ধুঘোটক আর শিল মাছের গায়ের রং প্রায় এক রকম। তফাৎ বলতে শুধু দাঁতে। সিন্ধুঘোটকের হাতির মত লম্বা একজোড়া দাঁত আছে, যা শিল মাছের নেই। দেখুন তো খেয়াল করে টুপি মাফলার পরা সিন্ধুঘোটকের ভিড়ে পাঁচটি শিলমাছ খুঁজে পাচ্ছেন কি না! না পারলে নীচে রইল সমাধান।
সমাধান