Egg

একটি মাত্র ডিম! নিলামে দর উঠল ৪৩ হাজার টাকা, কেন অনন্য সেই ডিম? জেনে বিস্মিত নেটপাড়া

সংবাদমাধ্যমের ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, যে ডিমটি নিলামে উঠেছিল, সেটির আকার অন্য ডিমের থেকে আলাদা। সম্পূর্ণ গোলাকার সেই ডিমটি জানুয়ারি মাসে আবিষ্কার করেন ব্রিটেনের ফেন্টন মুরগি ফার্মের কর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১০:৫০
Share:
One egg sold for 43,000 rupees in Britain, here is why

—প্রতীকী ছবি।

একটি মাত্র ডিম। আর নিলামে সেই ডিমেরই দাম ৪৩ হাজার টাকা! ভারতীয় বাজারে মুরগি এবং হাঁসের ডিম ৬ টাকা থেকে ১৫ টাকার মধ্যে বিক্রি হয়। তবে একটি ডিমের দর নিলামে ৪৩ হাজার পর্যন্ত উঠেছে শুনে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। প্রশ্ন উঠছে কেন এত দাম সেই ডিমের? কেনই বা অনন্য সেই ডিম?

Advertisement

সংবাদমাধ্যমের ‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, যে ডিমটি নিলামে উঠেছিল, সেটির আকার অন্য ডিমের থেকে আলাদা। সম্পূর্ণ গোলাকার সেই ডিমটি জানুয়ারি মাসে আবিষ্কার করেন ব্রিটেনের ফেন্টন মুরগি ফার্মের কর্মীরা। হতবাক হয়ে যান তাঁরা। অ্যালিসন গ্রিন নামে এক খামারকর্মী ডিমটি যাতে নষ্ট না হয় তার জন্য সেটি নুন দিয়ে সংরক্ষণ করেন। বিশেষজ্ঞদের দাবি, ১০ লক্ষের মধ্যে এক বার এমন ডিমের দেখা মেলে। তার পরেই ডিমটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন ওই ফার্ম কর্তৃপক্ষ। আর সেই নিলামেই ৪৩ হাজার দর উঠেছিল বিরল আকৃতির সেই ডিমটির।

দাম কম থাকলে অ্যালিসন নামে ওই খামারকর্মী নিজেই ডিমটি কেনার কথা ভেবেছিলেন। কিন্তু চূড়ান্ত দর দেখে তিনিও অবাক হয়ে যান। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ‘ডেভন রেপ ক্রাইসিস অর্গানাইজেশন’ নামে একটি অসরকারি সংগঠনকে দান করা হয় বলে খবর। উল্লেখ্য, পুরোপুরি গোলাকার ডিম পাওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০২৩ সালে এক অস্ট্রেলীয় মহিলাও ও রকম একটি ডিম পেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement