ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
যাতায়াতের জন্য অনলাইনে ক্যাব বুক করেছিলেন এক তরুণ। গাড়ির পিছনের আসনে বসেছিলেন তিনি। সন্ধ্যার ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় ‘ওলা’ ক্যাব সংস্থার চালকের নজর ছিল ফোনের দিকে। গন্তব্যের ঠিকানায় পৌঁছনোর জন্য ‘জিপিএস’ নয়। বরং কী ভাবে ওমলেট বানাতে হয় তারই ভিডিয়ো দেখছিলেন চালক। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ডার্ক নাইট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় ট্র্যাফ্রিক সিগনালে আটকে রয়েছে একটি গাড়ি। গাড়ির চালক মন দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন। ওমলেট কী ভাবে বানানো যায় তার ভিডিয়ো দেখছিলেন তিনি।
কিছু ক্ষণ জ্যামে আটকে থাকার পর আবার গাড়ি ধীর গতিতে চলতে শুরু করে। ওলাচালক গাড়ি চালাতে চালাতেই মোবাইলের দিকে তাকিয়ে ছিলেন। মোবাইলে তখন ওমলেট বানানোর ভিডিয়ো শেষ হয়ে গিয়েছে। চালু হয়েছে অন্য ভিডিয়ো। এই ঘটনাটি মুম্বইয়ে ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োটি পোস্ট করে ওলা এবং মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভিডিয়োটি দেখে সমালোচনা শুরু করেছেন নেটাগরিকদের একাংশ। যাত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নও তুলেছেন তাঁরা।