ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাবা-মায়ের সঙ্গে বিমান যাত্রা। বাবার কোলেই বসে রয়েছে একরত্তি। কিন্তু বিমানের অধিকাংশ যাত্রীই সেই শিশুটিকে নিয়ে মেতে রয়েছেন। তাঁকে উদ্দেশ করে এক তরুণ বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে চলেছেন। অন্য যাত্রীরা বাচ্চাটির দিকে তাকিয়ে গানের ছন্দে হাততালি দিচ্ছেন। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
লেবাননের বাসিন্দা মিডো বিরজাওয়ি। পেশায় সঙ্গীতশিল্পী তিনি। সম্প্রতি বিমানে যাত্রা করছিলেন তিনি। তাঁর সহযাত্রী ছিল এক ছোট্ট শিশু। বাবা-মায়ের সঙ্গে বিমানে চড়েছিল সে। ভিডিয়োয় দেখা যায় যে, বাবার কোলে বসে রয়েছে ওই শিশুকন্যা। তাঁকে দেখে ডারবুকা নামের একটি বাদ্যযন্ত্র বাজিয়ে ‘বেবি শার্ক’ গানটি গাইছিলেন মিডো। বিমানে উপস্থিত অন্য যাত্রীরাও খুদের মুখে হাসি ফোটাতে গানের তাল মিলিয়ে হাততালি দিচ্ছিলেন। তবে ঘটনাটি কোন বিমানে ঘটেছে তা জানা যায়নি।
ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন মন্তব্য করেছেন, ‘‘বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য সকলে মিলে কত চেষ্টা করছেন। দেখেই খুব ভাল লাগল।’’