Viral Video Of Delhi Metro

‘আমার প্রেমিক কিন্তু পুলিশ’, ঝগড়া করতে গিয়ে মেট্রোয় প্রৌঢ়াকে হুমকি তরুণীর, রইল ভিডিয়ো

প্রেমিক যে পুলিশকর্মী এবং প্রৌঢ়াকে যে জেল খাটতেও হতে পারে তা বলে ভয় দেখানোর চেষ্টা করেন তরুণী। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রোর মধ্যে দুই মহিলা যাত্রীর ঝগড়া বেঁধেছে। মেট্রোয় দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তাঁর সামনের আসনে বসে রয়েছেন এক প্রৌঢ়া। দু’জনের মধ্যে এমন ঝগড়া শুরু হয় যে, প্রৌঢ়াকে হুমকিও দিয়ে বসেন তরুণী। তাঁর প্রেমিক পুলিশকর্মী এবং প্রৌঢ়াকে জেল খাটতেও হতে পারে, এ সব বলে ভয় দেখানোর চেষ্টা করেন তরুণী। সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘হেট ডিটেক্টর’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোর ভিতর দুই মহিলার কথা কাটাকাটি হচ্ছে। আসনে বসে থাকা এক প্রৌঢ়াকে তরুণী বলছেন, ‘‘আমার প্রেমিক দিল্লি পুলিশে রয়েছে। সাব-ইনস্পেক্টর পোস্টে কাজ করে। একটা ফোন লাগালে আপনাকে (জেলের) ভিতর ভরে দেবে।’’ তরুণীর কথা শুনে গলার সুর চড়িয়ে প্রৌঢ়া বলেন, ‘‘হ্যাঁ। যা করার করে নাও। আমার কোনও কিছুতেই ভয় লাগে না। বয়েই গিয়েছে আমার। দেখি কী করতে পারো। এক বার ফোন লাগিয়ে দেখাও দেখি!’’

প্রৌঢ়ার জবাব শুনে আরও খেপে যান তরুণী। তাঁর উদ্দেশে চিৎকার করে বলেন, ‘‘আপনি প্রয়োজনাতিরিক্ত অভিনয় করে ফেলছেন। এ বার থেমে যান।’’ ভিডিয়োটি সেখানেই শেষ হয়ে যায়। ঘটনাটি দিল্লি মেট্রোয় ঘটেছে। তবে ঠিক কোন বিষয় নিয়ে দু’জনের ঝগড়া শুরু হয়েছিল তা জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement