Viral News

‘গাড়িটা বাড়ি নয়, ওয়োও নয়’, যুগলদের ঘনিষ্ঠ না হতে বলে ‘কড়া নিষেধাজ্ঞা’ চালকের

গাড়ির সামনের আসন থেকে একটি নিয়মাবলির কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে। গাড়িতে যদি কোনও যুগল উঠে বসেন, এই বিশেষ নিয়মকানুন মেনে চলতে হবে তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৫:৩৫
Share:

—ছবি: সংগৃহীত।

গাড়িতে কোনও যুগল উঠলেই তাঁরা কাছাকাছি বসেন। অধিকাংশ সময় ঘনিষ্ঠ হয়ে পড়েন তাঁরা। তার ফলে গাড়ি চালাতে অসুবিধা হয় চালকের। তাই সামনের আসন থেকে ঝোলানো একটি কাগজে নিয়মকানুন লিখে যাত্রীদের ‘কড়া শাসন’ করে বসেন চালক। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ে (যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘হাই হায়দরাবাদ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে, গাড়ির সামনের আসন থেকে একটি নিয়মাবলির কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে। গাড়িতে যদি কোনও যুগল উঠে বসেন, এই বিশেষ নিয়মকানুন মেনে চলতে হবে তাঁদের। কাগজে লেখা রয়েছে, ‘‘সতর্ক করছি। গাড়িতে উঠে প্রেম করবেন না। এটি গাড়ি। আপনাদের বাড়ি নয়, ওয়োও নয়। তাই দূরত্ব বজায় রাখুন। শান্ত হয়ে বসুন।’’

হায়দরাবাদের এক চালকের গাড়ির ভিতর এই কাগজটি ঝুলিয়ে রাখা হয়েছে। এক যাত্রীর চোখে পড়ায় সমাজমাধ্যমে তিনি ছবিটি পোস্ট করেন। মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ঘোরাফেরা করতে থাকে সেই ছবিটি। এক নেটাগরিক বলেন, ‘‘আমি নিশ্চিত যে, চালক এখনও সিঙ্গল রয়েছেন।’’ আবার এক নেটব্যবহারকারী বলেন, ‘‘দিল্লি এবং বেঙ্গালুরুতে গাড়ির ভিতর এই ধরনের মজার লেখা দেখেছি। হায়দরাবাদেও এ সব শুরু হয়েছে দেখে বেশ মজা লাগল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement