Discipline

জাপান পারে আর ভারত পারে না? কী এমন কাজ! প্রশ্ন উঠতেই এল পাল্টা জবাব

ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ভারতে কি কখনও এই ধরনের সামাজিক রীতি মেনে চলার মনোভাব দেখা যাবে? কখনও বা কোনও দিনও?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ২২:০০
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয়দের নিয়ে ঠাট্টা করছিলেন এক নেটাগরিক। তাকে পাল্টা জবাব দিলেন ভারতীয়রাই। তবে এই ঠাট্টা এবং তার জবাব দুই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। একদল যেখানে ঠাট্টাটিকে যথার্থ বলে মনে করছেন। অন্য দল মনে করছেন, ভারতীয়দের ওই বিশেষ নিক্তিতে মাপাই উচিত নয়।

Advertisement

জাপানের একটি মেট্রো স্টেশনের দৃশ্য পোস্ট করেছিলেন এক নেটাগরিক। সেখানে দেখা যাচ্ছে, মেট্রো স্টেশনের সিঁড়িটিকে দু’ভাগে ভাগ করা হয়েছে। এক দিক উপরে ওঠার জন্য। অন্য দিকটি নীচে নামার। ভিডিয়োয় দেখা যাচ্ছে মেট্রো স্টেশনে ভিড় হওয়া সত্ত্বেও কোনও জাপানি নাগরিক, নীচে নামার সিঁড়িটি দিয়ে উপরে উঠছেন না। তাঁরা লাইন দিয়ে উঠছেন ওঠার জন্য নির্দিষ্ট দিক দিয়েই।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ভারতে কি কখনও এই ধরনের সামাজিক রীতি মেনে চলার মনোভাব দেখা যাবে? কখনও বা কোনও দিনও?

Advertisement

এই পোস্টের জবাবেই অনেকে ভারতের পক্ষ নিয়ে লিখেছেন, জাপানের অল্প জনসংখ্যায় এমনটা করা সম্ভব। কারণ লাইন দিয়ে হয় তো তাঁদের বড়জোর ৫ মিনিট নষ্ট হবে। ভারতে এটা করলে একজন ৫ ঘণ্টা দেরিতে কর্মক্ষেত্রে পৌঁছবে। অনেকেই এই যুক্তিকে সমর্থন করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement