ছবি : টুইটার।
ফুচকা প্রেম কি মানুষের একচেটিয়া? ফুচকা খেতে এই দুনিয়ার আর কোনও প্রাণী কি ভালবাসতে পারে না? এক ‘রাম ভক্তে’র ফুচকা খাওয়ার দৃশ্য সমাজ মাধ্যমে ছড়িয়েছে। তা দেখে যেমন নেটাগরিকদের একাংশ অবাক হয়েছেন, তেমনই একাংশ প্রশ্নও তুলেছেন এই বিস্ময় নিয়ে। তাঁদের যুক্তি— কোথায় লেখা আছে যে ফুচকা কেবল মানুষই খেতে পারবে। মনুষ্যেতররা খেতে পারবে না! এই যুক্তি শুনে আবার নেটাগরিকদের একটি অংশ এ-ও বলেছে, মানুষ নয়তো কী হয়েছে, আসলে তো ইনি মানুষেরই ‘আদিপুরুষ’। তাই তার ফুচকা আসক্তি নিয়ে সন্দেহ না থাকারই কথা। বরং এটাই স্বাভাবিক।
ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে নেটাগরিকেরাই জানিয়েছেন, জায়গাটি গুজরাতে। টাঙ্কারা নামের একটি এলাকার দয়ানন্দ চকে এক ফুচকা বিক্রেতার গাড়িতে বসে আয়েশ করে ফুচকা খেতে দেখা গিয়েছে একটি হনুমানকে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁকে ওই ফুচকা ওয়ালা প্লেটে সাজিয়ে ফুচকা খেতে দিয়েছে। সেই ফুচকা এদিক ওদিক দেখতে দেখতে টপাটপ মুখে পুরছে সে।
ভিডিয়য়োটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নেটাগরিকদের অনেকেই হনুমানের ফুচকা খাওয়ার দৃশ্য়ে মুগ্ধ হয়েছেন।