বাড়িতে ডাল বাড়ন্ত। দোকান থেকে কিনে আনতে পুত্রকে দায়িত্ব দিলেন মা। কিন্তু ফর্দ লিখে দেওয়ার বদলে তাঁর হাতে ধরিয়ে দিলেন ছোট্ট একখানি প্যাকেট। কী ধরনের ডাল তাঁর দরকার তার নমুনা দেওয়া আছে তাতে! মা তাঁর উপর কতটা ভরসা করেন, তা বুঝতে পেরে এর পরই স্তম্ভিত হয়ে গিয়েছেন পুত্র। টুইটারে এই অভিজ্ঞতার কথা জানিয়েওছেন তিনি।
টুইটারে ওই ডালের নমুনা দেওয়া প্য়াকেটের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘‘আমার মা আমাকে ডালের নমুনা দিয়ে দোকানে পাঠিয়েছেন। উনি বিশ্বাসই করতে পারছেন না, আমি মনে করে কিনে আনতে পারি।’’
প্যাকেটের ছবিতে দেখা যাচ্ছে ভিতরে রাখা আছে লালচে কমলা রঙের মুসুর ডালের পাতলা দানা। মুসুর ডাল নানা ধরনের হয়। ডালের দানার রকমফের অনুযায়ী দামও হয় আলাদা। ওই টুইটার ব্যবহারকারীকে সম্ভবত সেই রকমফের বোঝাতে পারবেন না বলেই ওই নমুনা পাঠিয়েছিলেন তাঁর মা। যদিও নেটাগরিকেরা পুরো বিষয়টিতে বেশ মজাই পেয়েছেন।