viral video of monitor lizard

খালি হাতেই গোসাপকে টেনে বার করে জব্দ করলেন তরুণী! অদ্ভুত কায়দায় এড়ালেন কামড়

ছত্তীসগঢ়ের বাসিন্দা অজিতা পাণ্ডার কাছে সাপ বা অন্য কোনও সরীসৃপকে কব্জা করা যেন জলভাত। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে যা দেখে চমকে উঠেছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১২:৫১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পরনে নীল-সাদা চুড়িদার, কোমরে গোঁজা সাদা ওড়না। বাঁ হাতে ধরা আঁকশি। ডান হাত দিয়ে টেনে বার করে আনলেন প্রমাণ সাইজের একটি সরীসৃপকে। তা-ও আবার খালি হাতে। এ যেন সত্যিই তাঁর বাঁ হাতের খেল। ছত্তীসগঢ়ের বাসিন্দা অজিতা পাণ্ডার কাছে সাপ বা অন্য কোনও সরীসৃপকে কব্জা করা যেন জলভাত। এমনই এক ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, যা দেখে চমকে উঠেছেন অনেকেই। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অজিতা একটি কুয়োর ভিতর থেকে টেনে বার করে আনছেন একটি গোসাপকে।

Advertisement

গোসাপটি বিলাসপুরের একটি বাড়ির জলাধারে ঢুকে ঘাপটি মেরে বসেছিল। প্রাণীটিকে উদ্ধার করে আনতে ডাক পড়ে অজিতার। তিনি এসে খালি হাত দিয়েই গোসাপটিকে বার করে আনেন। সেই ঘটনার ভিডিয়োই ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয়েছে। আনন্দবাজারের হাতেও এসেছে সেই ভাইরাল হওয়া ভিডিয়োটি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, শুধু একটি আঁকশি সম্বল করে অজিতা মাঝারি আকারের সরীসৃপটির লেজ ধরে জল থেকে টেনে বার করে আনেন। খালি হাতেই লেজটি ধরেছিলেন অজিতা। গোসাপটি ছটফট করতে করতে তাঁকে দু’বার হাতে কামড়ানোর চেষ্টা করার সত্ত্বেও অজিতা লেজটি শক্ত করে ধরে রাখেন। খুবই ঠান্ডা মাথায় ও দক্ষতার সঙ্গে সাপটিকে বার করে আনেন। ভিডিয়োটি দেখে চার লক্ষ ব্যবহারকারী প্রতিক্রিয়া দিয়েছেন। ১৬ নভেম্বর এই ভিডিয়োটি পোস্ট করার পর থেকে সাড়ে চার কোটি বার দেখা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement