ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাঘছাল প্রিন্টের হাফ প্যান্টের উপর সাদা টি-শার্ট। হাতে বই নিয়ে আরামে বিছানায় শুয়ে রয়েছেন এক তরুণ। ঘরের জানলার দিকে মুখ করে তরুণের পায়ের কাছে বসে রয়েছে তাঁর পোষ্য কুকুর। কিন্তু তরুণের পাশে রয়েছে সবুজ রঙের এক বিশাল অ্যানাকোন্ডা। তাকেই বই পড়ে শোনাচ্ছেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘দ্যারিয়্যালটারজ়ান’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বই হাতে এক তরুণ বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর পায়ের কাছে মাথা দিয়ে শুয়ে রয়েছে পোষ্য কুকুর। ঘরের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে সে।
তরুণের মাথার কাছে শুয়ে রয়েছে সবুজ রঙের বিশাল অ্যানাকোন্ডা। তার সারা শরীরে কালো-হলুদ রঙের ছোপ ছোপ দাগ। তরুণের হাতে ‘ইগুয়ানা’ নামের একটি বই রয়েছে। সেই বই থেকে সরীসৃপ প্রাণীদের ছবি দেখিয়ে তাদের বৈশিষ্ট্য গল্পের মতো করে পড়ে অ্যানাকোন্ডাটিকে শোনাচ্ছেন তিনি। বই থেকে দেখাচ্ছেন ছবিও।
অ্যানাকোন্ডাটিও যেন তরুণের কথায় মনোনিবেশ করে বইয়ের দিকে শান্ত হয়ে তাকিয়ে রয়েছে। বিছানা থেকে উঠে কুকুরের মুখের সামনেও বইটি ধরলেন তরুণ। কিন্তু বিশেষ আগ্রহ দেখাল না কুকুরটি।
ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ আতঙ্ক প্রকাশ করেছেন। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। অ্যানাকোন্ডাকে পোষ মানিয়েছেন আপনি? আপনার কি ভয়ডর নেই?’’ আবার এক নেটাগরিক মজা করে বলেন, ‘‘আপনি কিন্তু অ্যানাকোন্ডাটিকে সময়মতো খেতে দেবেন। না হলে কোনও দিন আপনাকেই গিলে ফেলবে।’’