—প্রতীকী ছবি।
ধর্ষণের মামলায় সদ্য জামিন পেয়েছিলেন। জেল থেকে বেরিয়ে পুরনো নির্যাতিতাকেই আবার ধর্ষণের অভিযোগ উঠল ৩৫ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ৭০ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণ করেছেন ওই যুবক। ওই মহিলাকেই নির্যাতনের অভিযোগে তাঁকে আগে গ্রেফতার করা হয়েছিল। ঘটনাটি ঘটেছে গুজরাতের ভারুচে। স্বাভাবিক ভাবেই সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট পিএল চৌধরি জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম শৈলেশ রাঠৌড়। গত ১৫ ডিসেম্বর এবং ২২ ডিসেম্বর অভিযুক্ত ওই বৃদ্ধার কুঁড়েঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে মুখ খোলা হলে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও নাকি হুমকি দেওয়া হয়েছিল।
এর পর বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হলে আমোদ থানায় একটি এফআইআর দায়ের করা হয়। অভিযুক্তকে ধরতে অপরাধ শাখা, বিশেষ অপারেশন গ্রুপ এবং পুলিশের একটি দল গঠন করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, ১৮ মাস আগেই ওই একই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে শৈলেশকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জেলেও পাঠানো হয়। বর্তমানে জামিন পেয়ে বাইরেই ছিলেন তিনি। তার মধ্যেই আবার একই নির্যাতিতাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে সমাজমাধ্যমে।