ছবি: ইনস্টাগ্রাম।
তাইল্যান্ডের কোহ ফান গান দ্বীপ। মনোরম পরিবেশের জন্য জনপ্রিয় সেই দ্বীপের সমুদ্রসৈকতে প্রতি মাসে পূর্ণিমার দিন জমকালো নৈশপার্টির আয়োজন করা হয়। সমুদ্রের টলটলে স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি এক নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করে। ভিড় হয় হাজার হাজার পর্যটকের। কিন্তু সেই সৈকতে গিয়েই এ বার ব্যাজার মুখে ফিরতে হল পর্যটকদের। সুন্দর দৃশ্য তো দূরের কথা, দুর্গন্ধে টেকা দায় পর্যটকদের। কারণ, সমুদ্রের জলে ভেসে বেড়াচ্ছে মল। আর তার জেরে পাল্টে গিয়েছে জলের রংও। সেই ঘটনার একটি দৃশ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)
ইনস্টাগ্রামের কন্টেন্ট ক্রিয়েটর গ্রান্ট বার্নসের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে সমুদ্রে জলে মল ভাসছে। নেটপ্রভাবীর দাবি, এই ‘নোংরামি’র জন্য দায়ী পর্যটকেরাই। তিনি জানিয়েছেন, মত্ত অবস্থায় পর্যটকদের একাংশ সমুদ্রের জলে মলত্যাগ এবং প্রস্রাব করেন। আর সে কারণেই এই অবস্থা। আপাতত কোনও পর্যটককে সমুদ্রের জলে না-নামার পরামর্শও দিয়েছেন গ্রান্ট।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে বিরক্তিও প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কোহ ফান গানে প্রথম পূর্ণিমা পার্টি শুরু হয়েছিল ১৯৮৫ সালে। হাদ রিন নক সৈকতে অনুষ্ঠিত হয় সেই পার্টি। পূর্ণিমার রাত থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত নাচাগানা, খানাপিনা চলতে থাকে পর্যটকদের।