ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নতুন জীবন শুরু করছেন তরুণ-তরুণী। দু’জনেই বিয়ের পোশাকে। হাত ধরে রয়েছেন একে অপরের। গোল করে চক্কর কাটছেন তাঁরা। তবে অতিথিদের কাঁধে চেপে! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘হোসিয়ার সিংহ’ নামের অ্যাকাউন্ট থেকে ফেসবুকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ের পোশাক পরে এক তরুণ-তরুণী পাক খাচ্ছেন। পাত্র এক তরুণের কাঁধের উপর দাঁড়িয়ে রয়েছেন। পাত্রীও এক তরুণীর কাঁধের উপর দাঁড়িয়ে। সেই তরুণীর পরনে লাল লেহঙ্গা। লেহঙ্গা পরে হাঁটতে অসুবিধা হবে বলে তরুণীর লেহঙ্গা ধরে তাঁর সামনে এক তরুণ হেঁটে যাচ্ছেন।
পাত্র-পাত্রী দু’জনেই কাঁধের উপর দাঁড়িয়ে নিজেদের সামলাচ্ছেন। হাতও ধরে রয়েছেন তাঁরা। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘আমার তো দেখেই ভয় লাগছে। এত ভারী পোশাক পরে কী করে স্থির দাঁড়িয়ে থাকতে পারছেন?’’ আবার নেটব্যবহারকারীদের একাংশ তাঁদের এই ‘কেরামতি’র প্রশংসাও করেছেন।