Viral News

সিলিন্ডার ফেটে পড়লেন বাড়ির বাইরে, ৯০% পুড়েও বাঁচালেন স্ত্রীকে, মৃত্যুর পর পেলেন নায়কের তকমা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেনান প্রদেশের লুওয়াংয়ে গত ১০ অক্টোবর ঘটনাটি ঘটেছে। লিউ নামের ওই ব্যক্তি তাঁর স্ত্রীর জন্য খাবার তৈরি করছিলেন। তবে গ্যাস জ্বালানোর সময় বিপত্তি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৯:৩১
Share:

—প্রতীকী ছবি।

রান্নাঘরে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে গিয়েছে শরীরের ৯০ শতাংশ। তার পরেও স্ত্রীকে রক্ষা করতে জ্বলন্ত বাড়িতে ঢুকলেন স্বামী। লক্ষ্য একটাই, স্ত্রীকে বাঁচাতেই হবে। স্ত্রীকে উদ্ধার করলেও নিজেকে রক্ষা করতে পারেননি ওই প্রৌঢ়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। চিনের এমনই এক ঘটনার কথা প্রকাশ্যে আসতে হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হেনান প্রদেশের লুওয়াংয়ে গত ১০ অক্টোবর ঘটনাটি ঘটেছে। লিউ নামের ওই ব্যক্তি তাঁর স্ত্রীর জন্য খাবার তৈরি করছিলেন। তবে গ্যাস জ্বালানোর সময় বিপত্তি বাধে। বিস্ফোরণ ঘটে দরজা-জানলা ফেটে বাড়ির বাইরে গিয়ে পড়েন লিউ। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়। জামাকাপড়ও ছিন্নভিন্ন হয়ে যায়। তবে এই অবস্থাতেও সাহস হারাননি তিনি। বাড়িতে আগুন জ্বলতে দেখে ওই অবস্থাতেই ছুটে যান বাড়ির ভিতরে। জ্বলন্ত বাড়ি থেকে উদ্ধার করে আনেন স্ত্রীকে। এর পর লিউকে হাসপাতালে ভর্তি করানো হলে সাত দিন পর সেখানেই মৃত্যু হয় তাঁর।

লিউয়ের পুত্রকে উদ্ধৃত করে এলিফ্যান্ট নিউজ়ের প্রতিবেদনে প্রকাশিত, ‘‘আমরা কখনওই আশা করিনি গ্যাস লিক হবে বলে। যখন বিস্ফোরণ ঘটে তখন রান্নাঘরের সমস্ত জানলা এবং দরজা উড়ে যায়। আমার বাবা আগুনের সবচেয়ে কাছে ছিলেন।”

Advertisement

লিউয়ের কাহিনি এখন হেনান প্রদেশের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। বিষয়টি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতে তাঁকে নায়কের তকমাও দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement