ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দিনদুপুরে ব্যস্ত রাস্তায় বসে পড়েছেন এক তরুণ। হাজারো চেষ্টা করেও আর উঠতে পারছেন না তিনি। শেষ পর্যন্ত কোনও ভাবে প্রায় হামাগুড়ি দিয়ে উঠে দাঁড়ালেন তিনি। কিন্তু হাঁটতেও অসুবিধা হচ্ছিল তাঁর। দেখে মনে হচ্ছিল যে, যখন-তখন বেসামাল হয়ে রাস্তায় শুয়ে পড়বেন তিনি। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ঘোরাফেরা করছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
পিটিআই সূত্রে খবর, শনিবার এই ঘটনাটি মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলে ঘটেছে। ভিডিয়োয় দেখতে পাওয়া সেই তরুণ আসলে সেখানকার এক কলেজের শিক্ষক। তরুণকে এমন অবস্থায় দেখতে পেয়ে তাঁকে অসুস্থ ভেবে এক জন প্রত্যক্ষদর্শী হাসপাতালে যোগাযোগ করেন। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান স্বাস্থ্যকর্মীরা। তবে তরুণের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় যে, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। আসলে তিনি অতিরিক্ত মদ্যপান করে রাস্তায় বসে পড়েছিলেন।
মদ্যপ অবস্থায় তরুণকে দেখে সেখান থেকে ফিরে যান স্বাস্থ্যকর্মীরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ঘোরাফেরা করতে শুরু করলে তা পুলিশের নজর কাড়ে। কলেজের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, একটি কমিটি বসিয়ে নির্দিষ্ট কিছু সময়ের জন্য ওই তরুণকে কলেজে শিক্ষকতার সুযোগ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় ফুরিয়ে যাওয়ায় তিনি বর্তমানে বিরতিতে ছিলেন। নিয়মানুযায়ী, কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আবার বিরতিতে থাকা কোনও শিক্ষকের ‘কন্ট্র্যাক্ট’ (নির্ধারিত সময়) বাড়িয়ে দেওয়া যায়। তরুণ শিক্ষকের এমন আচরণ নিয়ে কলেজের তরফে ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।