পাঁচিল টপকে শিকারের খোঁজে এগোচ্ছে সাপটি। ছবি: সংগৃহীত।
এমনিতে সাপ দেখলেই গায়ে শিরশিরে অনুভূতি হয় অনেকের। কিন্তু এই সাপটিকে দেখলে বুক দুরদুর করবে। কারণ এই সাপ দৈর্ঘ্যে প্রস্থে বিশাল। অ্যানাকন্ডা সাপকেও টক্কর দিতে পারে।
সাপটির একটি ভিডিয়ো পোস্ট করেছেন এক আইএফএস কর্তা সুশান্ত নন্দ। তিনি লিখেছেন, এই সাপ পৃথিবীর সবচেয়ে ভারি এবং দীর্ঘ সরীসৃপ গুলির একটি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাঁচিল টপকে শিকারের খোঁজে এগোচ্ছে। সুশান্ত লিখেছেন, ভিডিয়োটি মায়ানমারের।
দক্ষিণ পশ্চিম এশিয়ার এই সাপটি জলি আজগর নামে পরিচিত। তবে ভিডিয়ো দেখে সবাই বলেছেন এর নাম হওয়া উচিত ছিল ভয়াল ময়াল!