Varun Dhawan

বলিউডে অল্লু অর্জুনের জায়গা নেবেন বরুণ! ‘বেবি জন’ মুক্তির আগেই বড় ভবিষ্যদ্বাণী

‘বেবি জন’-এর প্রচার ঝলকেই নজর কেড়েছেন বরুণ ধওয়ান। এই মুহূর্তে চলছে ছবির প্রচার। বড়দিনে মুক্তি পাবে ‘বেবি জন’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ২০:৪০
Share:

অল্লু অর্জুনের জায়গায় এ বার বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।

নজির গড়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ়’। করোনা অতিমারির বাজারেও বক্স অফিসে ঝড় তুলেছিল অল্লু অর্জুনের এই ছবি। বলা ভাল, এই ছবির জন্যই ফের হলমুখী হয়েছিল দর্শক। সেই ধারাই বজায় রেখেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে নজরকাড়া ভিড়। সারা দেশ জুড়ে এই দক্ষিণী তারকার জয়জয়কার। কিন্তু বলিউডে এই প্রজন্মের মহাতারকার জায়গা কে পাবেন? উত্তর দিলেন আসন্ন ছবি ‘বেবি জন’-এর পরিচালক ক্যালিস। তিনি ‘জওয়ান’ ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন।

Advertisement

‘বেবি জন’-এর প্রচার ঝলকেই নজর কেড়েছেন বরুণ ধওয়ান। এই মুহূর্তে চলছে ছবির প্রচার। বড়দিনে মুক্তি পাবে ‘বেবি জন’। এক দিকে এই ছবি পারিবারিক, অন্য দিকে রয়েছে বিশেষ বার্তা। সব ধরনের উপাদান থাকায় এই ছবি বক্স অফিস কাঁপাবে বলে অনুমান ক্যালিসের। অল্লু অভিনীত ‘পুষ্পা ২’ নিয়েও নাকি তাঁরা খুব একটা চিন্তিত নন। তাঁদের ধারণা এই ছবি রীতিমতো টেক্কা দেবে।

বরুণের সঙ্গে এটাই প্রথম কাজ ক্যালিসের। বরুণের অভিনয় দেখে নাকি তিনি স্তম্ভিত। তাঁর কথায়, “বরুণ খুবই প্রতিভাবান। ছবিতে খুবই ভাল অভিনয় করেছেন। আবেগী দৃশ্য হোক বা লড়াইয়ের দৃশ্য, ওঁর অভিনয়ের পরিধি বিরাট বড়। সব অভিনেতার এমন দক্ষতা থাকে না। এই ছবিতে বরুণের অভিনয় সকলকে চমকে দেবে। বলিউডের অল্লু অর্জুনের জায়গা করে নেবেন বরুণ।”

Advertisement

ক্যালিসের দাবি, বরুণ সব ধরনের চরিত্রে সাবলীল। নাচের দৃশ্য থেকে গুরুগম্ভীর দৃশ্য, সব চরিত্রেই তিনি মানানসই। তাই দক্ষিণী চলচ্চিত্র জগতে অল্লু অর্জুনের যেমন খ্যাতি, বলিউডে সেই জায়গা পাবেন বরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement