—ফাইল চিত্র।
শীতের ছুটিতে বেড়াতে যাবেন। অথচ বাড়ির গাছগুলোর কী অবস্থা হবে ভেবে চিন্তায় আছেন। সাত দিন কি গাছগুলো জল পাবে না? ফিরে এসে কি দেখবেন শখের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে? মোটেই না কিছু সহজ উপায়ে শীতের শুষ্ক আবহাওয়াতেও গাছ থাকবে তরতাজা।
ওয়াটারিং গ্লোব: কাচের গোলকের মাথায় চোঙাকৃতি মুখ। তাতে জল ভরে মুখটা টবের মধ্যে গুঁজে দিলেই প্রতি দিন প্রয়োজন মতো জল শুষে নেবে মাটি। কত দিন ও ভাবে জল দেওয়ার দরকার তার উপর নির্ভর করবে গোলকের মাপ। অনলাইনে সহজেই কিনতে পাওয়া যায়।
জলভরা বেসিন: বাড়িতে বাথটাব বা বড় বেসিন থাকলে, বেড়াতে যাওয়ার আগে বাথটাব বা বেসিনের তলায় একটা তোয়ালে বা রুমাল চাপা দিয়ে জল বেরনোর পথটা বন্ধ করে দিন। তার পরে তাতে ২ ইঞ্চি জল ভরে তার মধ্যে টবগুলো নামিয়ে দিলেই টবের তলার ছিদ্র পথে গাছের মাটি জল শুষে নেবে।
মাটির টব: ছোট প্লাস্টিকের গামলায় জলে ভরে তাতে মাটির টব সমেত গাছ রেখে দিন। মাটির টবের সাহায্যেই জল শুষে নেবে টবের ভিতরে থাকা মাটি। তবে ওই পদ্ধতি কার্যকর সেই সমস্ত গাছের জন্যই, যার শিকড় অতিরিক্ত জল সহ্য করতে পারে। না হলে শিকড় পচে যেতে পারে।
বোতল আর পাইপ: প্লাস্টিকের বোতলের তলায় ফুটো করে সেখানে সরু প্লাস্টিকের পাইপ আটকে দিন। এ বার জলের বোতলটি আটকে দিন টব থেকে সামান্য উপরে। পাইপের অন্য প্রান্তে ছোট স্টপকর্ক আটকে নিলেই ফোঁটা ফোঁটা জল নির্দিষ্ট সময় অন্তর পড়বে টবের মধ্যে। অনেকটা শিব মন্দিরের ঝরার মতো এই ব্যবস্থাও কার্যকরী। প্লাস্টিকের পাইপ বা স্টপকর্কটি যে কোনও অ্যাকোয়ারিয়ামের দোকানে পাওয়া যাবে।