ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
রাস্তার ট্র্যাফিক সিগন্যালে আটকে ছিল টেসলার সাইবার ট্রাকটি। দূর থেকে এগিয়ে আসছিল একটি নীল রঙের ল্যাম্বর্ঘিনি। লালবাতির কারণে সাইবার ট্রাকটির পাশে থমকে যায় ল্যাম্বর্ঘিনিটি। তার পর যা ঘটল তা দেখে চোখ আটকে গেল পথচারীদের। আমেরিকার ভার্জিনিয়ার টাইসনসের রাস্তায় চাক্ষুষ করা গিয়েছে সাইবার ট্রাক ও ল্যাম্বর্ঘিনির ‘লড়াই’। ২৯ সেকেন্ডের সেই ভিডিয়োটি এক্স সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন স্বয়ং টেসলা কর্তা ইলন মাস্ক। আনন্দবাজার অনলাইনের হাতেও এসেছে সেই ভিডিয়োটি।
সেই লড়াইয়ে কার জিত হল? হারলই বা কে? তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। ভিডিয়োয় দেখা গিয়েছে ল্যাম্বর্ঘিনি ও সাইবার ট্রাকের চালকের মধ্যে কিছু বাক্য বিনিময়ও হয়। তার পরেই দু’টি গাড়ির ইঞ্জিন চালু হয়। রাস্তার বাতি সবুজ হতেই প্রচণ্ড গতিতে এগিয়ে যায় দু’টি গাড়ি। তবে শেষ পর্যন্ত ল্যাম্বর্ঘিনিকে টেক্কা দিয়ে এগিয়ে যায় সাইবার ট্রাক। প্রায় ১৫০ মিটারের এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ল্যাম্বর্ঘিনিটি। এই ভিডিয়োটি গত সোমবার সমাজমাধ্যমে প্রকাশ পাওয়ার পরে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বহু সমাজমাধ্যম ব্যবহারকারী এই ভিডিয়োটি পোস্ট করেন। টেসলার ওয়েবসাইটে বলা হয়েছে, সাইবার ট্রাকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২০৯ কিমি। টেসলার এই বিদ্যুতগতিতে মুগ্ধ এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘যতটা উপলব্ধি করা যায়, তার চেয়ে বৈদ্যুতিক গাড়ি অনেক দ্রুত।’’