ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সমাজমাধ্যমে পরিচিতি পাওয়ার জন্য নানা কাণ্ড করে থাকেন সমাজমাধ্যম প্রভাবীরা। তবে লাহোর বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্রের কীর্তিতে তোলপাড় সমাজমাধ্যম। সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যা দেখে আতঙ্কিত হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে বিপজ্জনক খেলায় মেতে উঠতে দেখা গিয়েছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সহপাঠীদের নিয়ে স্টান্ট দেখাতে শুরু করেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীই। ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর নিয়ে বিপুল বিতর্ক তৈরি হয়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’জন দাঁড়িয়ে থাকা বা হাঁটতে থাকা ছাত্রদের ধরে ধরে উল্টে দিচ্ছেন। ঘাড়ে বা গলায় এক হাত দিয়ে অন্য হাত কোমরে ধরে মাথা নীচের দিকে করে পা উপরে দিকে তুলে ঘুরিয়ে দিচ্ছেন। যাঁদের সঙ্গে এই অদ্ভুত স্টান্ট করা হয়েছে আচমকা এই ঘটনায় চমকে উঠছেন তাঁরা। ভিডিয়ো দেখে, একটু এ দিক-ও দিক হলেই মারাত্মক শারীরিক আঘাত পেতে পারতেন বলে সমাজমাধ্যম ব্যবহারকারীরা আশঙ্কা করছেন। ভিডিয়োয় লেখা ছিল বিশ্ববিদ্যালয়ে মজার মুহূর্ত। যা দেখে নেটাগরিকেরা সমালোচনায় মুখর হয়েছেন। তবে ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে প্রায় ৫ কোটি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রশংসার পরিবর্তে ছাত্রদের উদ্দেশ্যে সমালোচনামূলক মন্তব্যই জমা হয়েছে মন্তব্য বাক্সে। একজন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন ‘‘মজা করতে গিয়ে আপনারা কারওর শিরদাঁড়াই ভেঙে দিতে চান।’’ অন্য এক জনের মন্তব্য, ‘‘মজা করার অনেক উপায় রয়েছে, এই ধরনের মজা কেন?’’