ছবি: এক্স থেকে নেওয়া।
২০ বছরের ছোট প্রেমিকার সঙ্গে একাকী সময় কাটাচ্ছিলেন। স্ত্রী এবং পরিবারের সদস্যদের কাছে ধরা পড়ে উত্তম-মধ্যম খেলেন উচ্চপদস্থ সরকারি আধিকারিক। মার খেলেন তাঁর প্রেমিকাও। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ওয়ারাসিগুডা এলাকায়। ওই সরকারি কর্তার নাম জানকিরাম। তিনি ‘গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন’-এর যুগ্ম কমিশনার। পরিবারের কাছে হাতেনাতে ধরা পড়ার পর তাঁর মার খাওয়ার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে প্রেমিকাকে এনেছিলেন জানকিরাম। কিন্তু সেই সময়ই পরিবারের সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হন তাঁর স্ত্রী কল্যাণী এবং পরিবারের বাকি সদস্যেরা। প্রেমিকাকে শৌচালয়ে লুকিয়েও লাভ হয়নি। হাতেনাতে ধরা পড়েন জানকিরাম। এর পরেই জানকিরাম এবং তাঁর প্রেমিকাকে উত্তম-মধ্যম পেটান কল্যাণী এবং পরিবারের সদস্যেরা। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দিও করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে সমাজমাধ্যমে।
খবরটি প্রথম প্রকাশ্যে আসে ‘বিগ টিভি’ নামে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। জানকিরামের স্ত্রীর অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁর স্বামী। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতে তদন্তে নেমেছে ওয়ারাসিগুডা থানার পুলিশ।
শুক্রবার ‘ঘর কে কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেক মজার মজার মন্তব্য করলেও অনেকে সরকারি কর্তার সমালোচনায় সরব হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর মজা করে লিখেছেন, ‘‘মেরে জয়েন্ট কমিশনারের জয়েন্ট ভেঙে দিয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বুড়ো বয়সে ভীমরতি। এই সব মানুষের লজ্জা হওয়া উচিত।’’