Viral Video

চলন্ত ট্রেনের দরজায় তরজা, দাঁড়ানো নিয়ে ‘যুদ্ধ’ দুই প্রৌঢ়ের! হঠাৎ ‘গেল গেল’ রব তুললেন যাত্রীরা

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লোকাল ট্রেনের একটি কামরায় পুরুষ যাত্রীদের ভিড়। তিলধারণের জায়গা নেই। অনেক যাত্রী ট্রেনের দরজার সামনে ঝুলছেন। কেউ কেউ আবার দরজার একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৫:৩৯
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

দাঁড়ানোর জায়গা নিয়ে অশান্তি। চলন্ত ট্রেনের দরজায় সামনেই মারামারি শুরু করলেন দুই প্রৌঢ়। একে অপরের কলারও চেপে ধরলেন। ট্রেনের দরজায় ওই ভাবে তরজা হতে দেখে কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে এগিয়ে এলেও লাভ হয়নি। দুই প্রৌঢ়কে আটকানো যায়নি। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি লোকাল ট্রেনের কামরায় (যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লোকাল ট্রেনের একটি কামরায় পুরুষ যাত্রীদের ভিড়। তিলধারণের জায়গা নেই। অনেক যাত্রী ট্রেনের দরজার সামনে ঝুলছেন। কেউ কেউ আবার দরজার একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎই দরজার কাছে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মধ্যে তুমুল তর্ক শুরু হয়। উত্তপ্ত বাক্যবিনিময় শীঘ্রই পরিণত হয় মারপিটে। হাতাহাতি শুরু করেন দু’জনে। একে অপরের কলারও ধরেন। এক জনের ধাক্কায় অন্য জনের ট্রেন থেকে পড়ে যাওয়ার উপক্রমও হয়। কিন্তু সামলে নেন। বাকি যাত্রীরা ‘গেল গেল’ রব তুলে তাঁদের আটকাতে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘চলো ভিরার’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এগুলো নতুন কিছু নয় । লোকাল ট্রেনে প্রতি দিনই এই ধরনের ঘটনা ঘটে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘দয়া করে এ রকম করবেন না। কেউ পড়ে গেলে বড় বিপদ হয়ে যেত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement