Viral Video

শুঁড় দুলিয়ে তরুণীদের সঙ্গে তাল মিলিয়ে নাচ! ভরতনাট্যম রপ্ত করে ফেলেছে গজরাজ, বলছে সমাজমাধ্যম

দুই তরুণী ভরতনাট্যম করছেন। তাঁদের ঠিক পিছনে খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। সেখানে দাঁড়িয়ে খাওয়াদাওয়া করছিল সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১২:৪১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ফাঁকা জায়গা। সেখানেই ভরতনাট্যম করছেন দুই তরুণী। এক জনের পরনে কুর্তি-প্যান্ট। অন্য জন জিন্‌সের সঙ্গে টি-শার্ট পরেছেন। দু’জনেই নাচে মগ্ন। তাঁদের পিছনে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। শুঁড় দিয়ে ঘাস জড়িয়ে রয়েছে সে। সুযোগ পেলেই মুখের ভিতর পুরবে। কিন্তু আহারের মাঝেই তার নজর গেল তরুণীদের দিকে। নাচ মনে ধরল তার। শুঁড় দুলিয়ে সেই নাচ যেন রপ্ত করার চেষ্টা শুরু করল সে। সমাজমাধ্যমে তরুণীদের সঙ্গে হাতির নাচের এই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘শরনরকার্স_মিমস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, দুই তরুণী ভরতনাট্যম করছেন। তাঁদের ঠিক পিছনে খোলা মাঠে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। সেখানে দাঁড়িয়ে খাওয়াদাওয়া করছিল সে। তরুণীদের নাচ দেখে অবাক হয়ে যায় গজরাজ। খাওয়াদাওয়া পাটে তুলে সে-ও শুঁড় দুলিয়ে নাচতে শুরু করে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা না গেলেও হাতিটি যে পোষ্য, তা ভিডিয়োটি দেখলে আন্দাজ করা যায়। নাচের আনন্দে শুঁড় থেকে খাবার ফেলে মাথাও এ দিক-ও দিক দোলাতে থাকে হাতিটি। ভিডিয়োটি খুব কম সময়ের মধ্যে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। পশুপ্রেমীদের অনেকেই সেই ভিডিয়োয় ভালবাসা এঁকে দিয়েছেন। এক নেটাগরিক আবার মন্তব্য করেছেন, ‘‘ভিডিয়োটি তো ভারী মিষ্টি! হাতিটি বিনামূল্যেই ভরতনাট্যম শিখে ফেলল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement