ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
এক ছোবলে কান থেকে বেরিয়ে এল রক্ত। তাতেও হেলদোল নেই যুবকের। এক আধটা নয়, গোটা সাতেক সাপের সঙ্গে খেলায় মত্ত রইলেন তিনি। নির্দ্বিধায় সব ক’টি সাপকে হাতে নিয়ে কব্জা করার চেষ্টা করে চলেছেন ক্রমাগত।
সমাজমাধ্যমে সাপের সঙ্গে নানা বিপজ্জনক খেলায় মাততে দেখা যায় অনেককে। বিষাক্ত হোক বা নির্বিষ, যে কোনও ধরনের সাপ নিয়ে খেলার ভিডিয়ো নিয়ে সমাজমাধ্যমে হাজির হন অনেকে। সেই রকমই এক ব্যক্তিকে দেখা গেল একসঙ্গে সাতটি সাপ নিয়ে কসরত করতে। ইউটিউবের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়েছে সেই ভাইরাল ভিডিয়োটি। ভিডিয়ো দেখে আতঙ্কিত হয়েছেন দর্শকেরাও। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োয় দেখা গিয়েছে, দু’টি সবুজ ও কালো ডোরাকাটা পাঁচটি সাপকে মুঠোর মধ্যে নিয়ে একটি জঙ্গলের মাটিতে বসে রয়েছেন ওই যুবক। মুঠোর মধ্যে থাকা সাপগুলি মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে। প্রবল আক্রোশে যুবককে আক্রমণ করার জন্য ফণা তুলতে থাকে সাপগুলি। একটি লম্বা সবুজ রঙের সাপ প্রথমে যুবকের কাঁধে কামড় দেয়। তাতেও যুবকের হাতের মুঠি আলগা না হওয়ায় হঠাৎ করেই সাপটি যুবকের কানে ছোবল মেরে বসে। দাঁত বসিয়ে কামড়ে রক্ত বার করে দেয়। তাতেও ঘাবড়ে যাননি ওই যুবক। সাপের কামড় খেয়ে উল্টে ক্যামেরার সামনে হাসতে দেখা গিয়েছে তাঁকে। এই দৃশ্য দেখে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন নেটাগরিকেরা। অনেকেই বলেছেন, সাপগুলি বিষাক্ত নয়। তাই এই ভাবে বসে থাকতে পেরেছেন যুবক। তা না হলে প্রাণ যেতে পারত তাঁর। ভিডিয়োটি সমাজমাধ্যমে কয়েক লক্ষ বার দেখা হয়েছে।