ছবি: সংগৃহীত।
নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে বিশ্বকে চমকে দেওয়ার অভ্যাস আছে জাপানের। আর সেই অভ্যাস বজায় রেখে এ বার মানুষ কাচার যন্ত্র আবিষ্কার করে ফেলল উদীয়মান সূর্যের দেশ। জাপানের বিজ্ঞানীরা কৃত্রিম মেধাচালিত এমন একটি ‘ওয়াশিং মেশিন’ আবিষ্কার করে ফেলেছেন, যা ১৫ মিনিটের মধ্যে এক জন মানুষকে ধুয়ে, শরীরের জল শুকনো করে মুছে দিতে সক্ষম।
জাপানি সংস্থা ‘সায়েন্স কোং’-এর তৈরি ওই যন্ত্রের নাম ‘মিরাই নিঙ্গেন সেন্টাকুক’। সংস্থার তরফে জানানো হয়েছে, ওই যন্ত্র মানুষকে স্পায়ের মতো অভিজ্ঞতা দেবে। যন্ত্রের মধ্যে উন্নতমানের জলের জেট এবং আণুবিক্ষণীক বুদবুদ রয়েছে। যিনি ওই স্বচ্ছ যন্ত্রে প্রবেশ করবেন, তাঁর ত্বকের ধরন এবং শারীরিক গঠন অনুযায়ী তাঁকে উষ্ণ জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করবে কৃত্রিম মেধা। ব্যবহার করা হবে আণুবিক্ষণীক বুদবুদ। এর ফলে শরীরের সমস্ত ময়লা পরিষ্কার হয়ে যাবে। পুরো বিষয়টিই খুব আরামদায়ক হবে। যন্ত্রটি মানুষের মানসিক সুস্থতার দিকে নজর দেবে বলেও সংস্থার তরফে দাবি করা হয়েছে।
কিন্তু কবে থেকে বাজারে পাওয়া যাবে মানুষ কাচার যন্ত্র? প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে, আপাতত ২০২৫ সালের ওসাকা এক্সপোতে অত্যাধুনিক যন্ত্রটিকে প্রকাশ্যে আনা হবে। যন্ত্রটি ব্যবহারের সুযোগও দেওয়া হবে ১০০০ জনকে। পরীক্ষা সফল হলে যন্ত্রটি উত্পাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে ‘সায়েন্স কোং’ সংস্থার চেয়ারম্যান ইয়াসুয়াকি আওয়ামা বলেছেন, ‘‘যন্ত্রটির ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে। হাজার জন সাধারণ মানুষকে এক্সপো চলাকালীন এটি ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’’