Bizarre News

এক দিনে হাজার পুরুষের সঙ্গে সঙ্গমের ইচ্ছা! নজির গড়তে ইমেল মারফত প্রার্থী বাছছেন দুষ্টু ছবির তারকা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের ২৩ বছর বয়সি ওই পর্ন তারকার নাম লিলি ফিলিপস। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সঙ্গম করার জন্য ইমেলের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক নিয়োগ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ০৯:১২
Share:

ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টার মধ্যে হাজার জন পুরুষের সঙ্গে সঙ্গম করে নজির গড়তে চান। আর তা করতে প্রশিক্ষণ শুরু করলেন ব্রিটেনের এক পর্ন তারকা। কোন হাজার পুরুষকে সঙ্গমসঙ্গী হিসাবে বেছে নেবেন তা বাছাই করার কাজও শুরু হয়েছে। শয্যাসঙ্গী হতে ওই পুরুষদের ইমেল মারফত আবেদন করার বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের ২৩ বছর বয়সি ওই পর্ন তারকার নাম লিলি ফিলিপস। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে সঙ্গম করার জন্য ইমেলের মাধ্যমে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক নিয়োগ করার কাজ শুরু হয়েছে। সমস্ত আবেদনের মধ্যে থেকে তাঁর মতে যোগ্য, এমন হাজার জনকে বেছে নেওয়া হবে। ২৪ ঘণ্টায় হাজার পুরুষের সঙ্গে সঙ্গম করে রেকর্ড গড়তে ওই বিশেষ দিনের একটি জমকালো নামও ঠিক করে ফেলেছেন লিলি। নাম দিয়েছেন ‘রেকর্ড ব্রেকিং ইভেন্ট অফ দ্য ইয়ার’। ২০২৫ সালের জানুয়ারিতে সেটি আয়োজিত হবে। এর জন্য তিনি নিজেও বিশেষ প্রশিক্ষণ নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন দুষ্টু ছবির নায়িকা। সম্প্রতি একটি পডকাস্টে লিলি জানিয়েছেন যে, বিগত কয়েক সপ্তাহ ধরে ৩০০ জনের সঙ্গে সঙ্গম করেছেন তিনি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, এক দিনে সবচেয়ে বেশি পুরুষের সঙ্গে সঙ্গমের নজির রয়েছে লিসা স্পার্কস নামে এক পর্নতারকার। ২০০৪ সালে পোল্যান্ডে এক দিনে ৯১৯ জনের সঙ্গে সঙ্গম করে সেই রেকর্ড গড়েছিলেন লিসা। ব্যথায় অসুস্থও হয়ে পড়েছিলেন। এ বার সেই রেকর্ডই ভেঙে দিতে উঠেপড়ে লেগেছেন লিলি। লিলির কথায়, ‘‘এটা একটা বক্সিং ম্যাচের মতো। আমি জানি আমার ব্যথা হবে। তবে আমি সঙ্কল্প করেছি যে আমি এগিয়ে যাব।”

Advertisement

চিকিৎসকেরা অবশ্য লিলির এই নজির গড়ার ইচ্ছার কথা শুনে তাঁকে সাবধান করেছেন। এই পদক্ষেপ শরীরের জন্য বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এত বেশি মানুষের সঙ্গে সঙ্গম করলে যৌন রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। এ ছাড়া অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement