ছবি: এক্স থেকে নেওয়া।
দিল্লির সফদরজং হাসপাতালে ঢুকে এক জুনিয়র ডাক্তারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক আইপিএস আধিকারিকের বিরুদ্ধে। সম্প্রতি হাসপাতালের জুনিয়র ডাক্তারদের সংগঠনের তরফ থেকে সেই ঘটনার একটি ভিডিয়ো এক্স সমাজমাধ্যমে প্রকাশিত হয়। ভিডিয়োটি দেখার পর ঘটনাটি নিয়ে হইচই শুরু হয়েছে বিভিন্ন মহলে। ভিডিয়োর সঙ্গে একটি অডিয়ো ক্লিপও শেয়ার করা হয়। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার হাসপাতালে স্ত্রীর অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রিজেন্দ্রকুমার যাদব। পুদুচেরির সশস্ত্র পুলিশ ও প্রশিক্ষণের ডিআইজি ব্রিজেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, তিনি হাসপাতালের জুনিয়র ডাক্তার লক্ষ্যকে প্রকাশ্যে হুমকি দেন। উত্তপ্ত বাক্যবিনিময়ের ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। হাসপাতালের ওয়ার্ডের পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হয়ে পড়ে।
ভাইরাল ভিডিয়োয় ওই পুলিশ আধিকারিককে চিকিৎসকের উদ্দেশে বলতে শোনা গিয়েছে, ‘‘যতটা পড়াশোনা করে এসেছিস তার দ্বিগুণ আমি আগেই পড়েছি। ভাবিস না তুই অপরিহার্য।’’ স্ত্রী অনিতাকে অস্ত্রোপচারের পরে হাসপাতালের ‘স্পোর্টস ইনজুরি সেন্টারে’ (এসআইসি) ভর্তি করিয়েছিলেন ব্রিজেন্দ্র। প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমে জানান, যাদব পুলিশের উর্দিপরা বেশ কয়েক জন ব্যক্তিকে নিয়ে লক্ষ্যকে হুমকি দিতে থাকেন। চিৎকার করে নানা অঙ্গভঙ্গি করে তিনি চিকিৎসকের সঙ্গে কথা বলছিলেন। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি রেগে গিয়ে ডাক্তারের দিকে আঙুল উঁচিয়ে হুমকি দিচ্ছেন। ফুটেজে কথা শোনা না গেলেও ওই পুলিশ আধিকারিকের শরীরী ভঙ্গিমায় আগ্রাসন লক্ষ করা গিয়েছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত জরুরি ওয়ার্ডে কাজ করতে অস্বীকার করেন জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালের পক্ষ থেকে যাদব ও তাঁর স্ত্রীকে হাসপাতাল থেকে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। তার পরেই জরুরি পরিষেবাগুলি আবার শুরু হয় বলে জানা গিয়েছে।