bizarre challenge

বাজি ধরে মদ্যপান! ৭৫ হাজার টাকার জন্য প্রাণ খোয়ালেন তরুণ সমাজমাধ্যম প্রভাবী

বাজি ধরে দুই বোতল হুইস্কি খাওয়ার পরে কান্থি অসুস্থ বোধ করেন, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

বাজি রেখে মদ খেতে গিয়ে প্রাণ হারালেন এক সমাজমাধ্যম প্রভাবী।

Advertisement

৭৫ হাজার টাকার বিনিময়ে হুইস্কি খাওয়ার বাজি ধরেন ২১ বছর বয়সি তাইল্যান্ডের বাসিন্দা থানকর্ন কান্থি। তিনি টিকটকে এক জন জনপ্রিয় প্রভাবী ছিলেন বলে জানা গিয়েছে। সংবাদমাধ্যমসূত্রে খবর , বড়দিনের একটি অনুষ্ঠানে এই দুর্ঘটনাটি ঘটে। বাজি ধরে একসঙ্গে দুই বোতল হুইস্কি খাওয়ার পরে কান্থি অসুস্থ বোধ করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নেশাগ্রস্ত অবস্থাতেই বাজি লড়ার জন্য তিনি মাত্র ২০ মিনিটে দু’টি ৩৫০ মিলি হুইস্কির বোতল খেয়ে ফেলেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

‘ব্যাঙ্ক লিসেস্টার’ নামে সমাজমাধ্যমে পরিচিত কান্থি টাকার জন্য প্রায়ই এই ধরনের বিপজ্জনক বাজি ধরতেন। ব্যাংককের একটি বস্তিতে বেড়ে ওঠা এই যুবকের পরিবারের আর্থিক পরিস্থিতি বেশ খারাপ। মাত্র সাত বছর বয়স থেকেই রোজগার করতে শুরু করেন কান্থি। অর্থ রোজগারের জন্য ধনী ব্যক্তিদের দ্বারা অপমানিত হতেও রাজি আছেন, এই মর্মে তিনি একটি পোস্ট করেছিলেন যা ব্যাপক ভাইরাল হয়েছিল। অর্থ উপার্জনের জন্য এর আগে তিনি হ্যান্ড স্যানিটাইজ়ার পর্যন্ত পান করেছিলেন। ২৫ ডিসেম্বর এককচার্ট মিফ্রম নামের এক ব্যক্তি তাঁর মায়ের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই এই বাজি রেখে মদ খাওয়ার জন্য কান্থিকে ভাড়া করে আনেন। মিফ্রমকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement