ছবি: সংগৃহীত।
রুটি করা থেকে বাসন মাজা, মশলা বাটা সব কাজ করে ফেলতে পারে মানুষের মতোই। গ্রামের বিভিন্ন পরিবারে মিলে মিশে সদস্যদের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজকর্ম সারে রানি নামের এক বানর। রানি মানুষ না হলেও তার আচার আচরণ অবিকল মানুষের মতই। উত্তপ্রদেশের রায়বরেলির জেলার বাসিন্দা রানির কাণ্ডকারখানার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। খাগিপুর সান্ডওয়ার গ্রামের বাসিন্দাদের কাছে রানি তাঁদের পরিবারের সদস্য। প্রতি বাড়িতেই রানির অবাধ যাতায়াত। রানির বুদ্ধিমত্তা আর নিখুঁত কাজের পরিচয় পেয়ে তাজ্জব হয়ে গিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় রানিকে দেখা গিয়েছে একটি বাড়ির ভিতরে ঢুকে এক মহিলার পাশে বসে রুটি বেলতে। সেই কাজটি সমাপ্ত করে রানি চলে যায় বাসন মাজতে। গুছিয়ে সেই কাজটি সমাধা করার পর রানি বসে পড়ে মশলা পিষতে। সংবাদমাধ্যসূত্রে খবর রানি প্রায় আট বছর আগে এই গ্রামে চলে আসে। রানির দেখাশোনা করেন যিনি সেই অশোক জানিয়েছেন, রানির ভিডিয়োগুলি সমাজমাধ্যমে বিপুলভাবে জনপ্রিয়। তাঁর বাড়িতে বেশিরভাগ সময় থাকে বাঁদরটি। গ্রামের অন্যান্য বাড়িতেও সে ইচ্ছামত থাকতে পারে। সকলেই রানিকে এতটাই ভালবাসে যে তার জন্য একটি বিছানা মজুত থাকে গ্রামের সব বাড়িতেই। অশোক আরও জানিয়েছেন, তিনি ইউটিউবে রানির ভিডিয়ো প্রকাশ করে এখনও পর্যন্ত ১৫ লাখ টাকা আয় করেছেন। অনুভবস্বরূপ নামের একটি এক্স হ্যান্ডলে রানির একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।