বিমানের মধ্যে যাত্রীদের নাচ। ছবি ইনস্টাগ্রাম।
মাঝ আকাশে তখন তীব্র গতিতে উড়ছে বিমান। আর বিমানের ভিতরে যেন পার্টি চলছে। পার্টিই বটে! জোরে বাজছে গান। আর গানের তালে তালে কোমর দোলাচ্ছেন যাত্রীরা। কারও চোখে আবার রোদচশমা। এমন একটি ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, হরিয়ানার জনপ্রিয় শিল্পী স্বপ্না চৌধরির সুপারহিট গান ‘তেরি আখিয়া কা ইয়ে কাজল’ বাজছে। সেই গানের তালেই নাচে মত্ত যাত্রীরা। দেখে বোঝার উপায় নেই যে, তাঁরা বিমানের মধ্যে রয়েছেন। চারপাশে বিমানসেবিকা এবং ক্রুদের দেখা নেই।
ভিডিয়োটি সমাজমাধ্যমে তুলে ধরেছেন সঞ্চালক জয় কারমানি। তিনি লিখেছেন, ‘‘৩৭ হাজার ফুট উঁচুতেও হিট স্বপ্না চৌধরির গান।’’ কাতারগামী ইন্ডিগোর বিমানের মধ্যে যাত্রীদের নাচের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে। বিমানের মধ্যে যাত্রীরা কী ভাবে নাচলেন? সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ আবার যাত্রীদের নাচ দেখে মজেছেন।