Delhi Metro Viral Video

দিল্লি মেট্রোয় আজব কাণ্ড! দাঁত মাজতে মাজতে ঘুরছেন যুবক, প্রকাশ্যে সেই ভিডিয়ো

তাঁকে দেখে কেউ হাসছেন। কেউ আবার বিস্মিত চোখে তাকাচ্ছেন। তবে তাতে কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। তিনি নিজের মর্জিমতোই ব্রাশ দিয়ে মেট্রোর কামরায় দাঁত মাজছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ২০:৩১
Share:

দিল্লি মেট্রোর কামরায় যুবককে দাঁত মাজতে দেখা গেল। ছবি ইনস্টাগ্রাম।

যত কাণ্ড দিল্লি মেট্রোয়। যাত্রীদের নানা কাণ্ড কারখানায় বার বার আলোচনায় আসছে দিল্লি মেট্রো। এ বার মেট্রোর কামরায় এক যুবকের কাণ্ডে হতবাক সকলে। মেট্রোর কামরায় কিনা দাঁত মাজলেন যুবক! এমন কাণ্ডই এ বার প্রকাশ্যে এসেছে।

Advertisement

মেট্রোর কামরায় তখন মোটামুটি ভিড়। যাত্রীদের আসন ভর্তি। কেউ কেউ দরজার সামনে দাঁড়িয়ে। এমন সময় দাঁত মাজতে মাজতে মেট্রোর কামরায় ঘুরতে দেখা গেল এক যুবককে। ব্রাশ হাতে ওই যুবককে দেখে সকলে বিস্মিত হয়ে গিয়েছেন। কেউ হেসে ফেলেছেন। আবার কেউ অবাক চোখে যুবকের দিকে তাকিয়েছেন। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

তাঁকে দেখে কেউ হাসছেন। কেউ আবার বিস্মিত চোখে তাকিয়েছেন। তবে সেই যুবকের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মর্জিমতোই ব্রাশ দিয়ে মেট্রোর কামরায় দাঁত মাজছেন।

Advertisement

কিছু দিন আগেই শুধুমাত্র অন্তর্বাস পরে মেট্রোয় উঠে সমাজামাধ্যমে হইচই ফেলে দিয়েছিলেন দিল্লির তরুণী রিদ্‌‌ম চানানা। তাঁকে দেখে অনেকেই অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। অনেকে তাঁকে ‘দিল্লির উরফি’ তকমা দিয়েছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লি মেট্রোর অন্দরে যুগলের চুম্বন দৃশ্য ভাইরাল হয়েছিল। তার পর দিল্লি মেট্রোয় ডেনিম স্কার্ট পরে ২ যুবকের ভিডিয়ো প্রকাশ্যে আসে। এ বার আরও এক যুবকের কীর্তি আলোচিত হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement