Summer Drink

এই পানীয় শুধু খাওয়ার নয়, দেখারও! রাস্তার ধারের দোকানেই হরবখত চলে ‘স্পেশ্যাল শো’

তরমুজ দিয়ে এই সরবৎ বানিয়ে ভাইরাল হয়েছেন ভারতেরই এক পথচলতি খাবার বিক্রেতা। এমনিতে নানা রকম ফলের রসের সরবৎ বানিয়ে বিক্রি করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৯:২৫
Share:

—প্রতীকী চিত্র।

এ সরবতে বিষ নেই! তবে বিশেষ চমক আছে। গরমে গলা ভেজানোর পাশাপাশি, এই সরবৎ বানানোর দৃশ্য এবং বানানোর পরের দৃশ্যই— দুই-ই মন ভেজাবে।

Advertisement

তরমুজ দিয়ে এই সরবৎ বানিয়ে ভাইরাল হয়েছেন ভারতেরই এক পথচলতি খাবার বিক্রেতা। এমনিতে নানা রকম ফলের রসের সরবৎ বানিয়ে বিক্রি করেন তিনি। এই সরবৎ বানানোর প্রক্রিয়াটিই চোখ টেনেছে সবার।

একটি ভিডিয়োয় দেখানো হয়েছে সেই সরবত বানানোর রেসিপি। দেখা যাচ্ছে তরমুজের সঙ্গে মিশছে দুধ, মিশছে কাজু, পেস্তা জাতীয় মেওয়াও। শেষে তরমুজের খোলকেই সুন্দর নকশায় সাজিয়ে তাতে ঢেলে দেওয়া হচ্ছে তরমুজ মিল্কশেক। উপচে পড়ছে ক্রিম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement