—প্রতীকী চিত্র।
এ সরবতে বিষ নেই! তবে বিশেষ চমক আছে। গরমে গলা ভেজানোর পাশাপাশি, এই সরবৎ বানানোর দৃশ্য এবং বানানোর পরের দৃশ্যই— দুই-ই মন ভেজাবে।
তরমুজ দিয়ে এই সরবৎ বানিয়ে ভাইরাল হয়েছেন ভারতেরই এক পথচলতি খাবার বিক্রেতা। এমনিতে নানা রকম ফলের রসের সরবৎ বানিয়ে বিক্রি করেন তিনি। এই সরবৎ বানানোর প্রক্রিয়াটিই চোখ টেনেছে সবার।
একটি ভিডিয়োয় দেখানো হয়েছে সেই সরবত বানানোর রেসিপি। দেখা যাচ্ছে তরমুজের সঙ্গে মিশছে দুধ, মিশছে কাজু, পেস্তা জাতীয় মেওয়াও। শেষে তরমুজের খোলকেই সুন্দর নকশায় সাজিয়ে তাতে ঢেলে দেওয়া হচ্ছে তরমুজ মিল্কশেক। উপচে পড়ছে ক্রিম।