প্রতিবেদন: প্রচেতা
ঘরের মাঠে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে বিরাট কোহলির। আরও এক বার দেশের মাঠে বিশ্বকাপ খেলতে নামবেন তিনি। রবিবার ভারতের প্রথম প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না ডেঙ্গিতে আক্রান্ত শুভমন গিল। তবে বিকল্প নিয়ে নিশ্চিত ভারতীয় শিবির। অন্যদিকে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ধাক্কা অস্ট্রেলিয়ারও । চেন্নাইয়ে প্যাট কামিন্সেরা সম্ভবত পাবেন না দলের প্রধান স্পিনারকেই। সাঁতার কাটতে গিয়ে মুখে চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য স্পিনার অ্যাডাম জ়াম্পা।