Magnus Carlsen

জিন্স পরায় শাস্তি! বিশ্ব দাবা থেকে নাম তুললেন গত বারের বিজয়ী কার্লসেন

জিন্স পরে খেলতে গিয়েছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন। যা প্রতিযোগিতার নিয়মবিরুদ্ধে। জরিমানা করা হয়। তার পরেই নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কার্লসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:০৩
Share:

ম্যাগনাস কার্লসেন। —ফাইল চিত্র।

গত বার বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ম্যাগনাস কার্লসেন। কিন্তু এই বছর ব্লিৎজ় থেকে নাম সরিয়ে নিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু। জিন্স পরে খেলতে গিয়েছিলেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেন। যা প্রতিযোগিতার নিয়মবিরুদ্ধে। জরিমানা করা হয়। তার পরেই নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কার্লসেন।

Advertisement

নরওয়ের দাবাড়ু র‍্যাপিডের নবম রাউন্ডে খেলতে গিয়েছিলেন জিন্স পরে। কিন্তু ফিডের নিয়ম অনুযায়ী জিন্স পরে কোনও প্রতিযোগী খেলতে পারবেন না। কার্লসেনের ২০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,১০০ টাকা) জরিমানা হয়। প্রতিযোগিতার আরবিটার (দাবায় যিনি আম্পায়ারের ভূমিকা পালন করেন।) অ্যালেক্স হোলোকজ্যাক জানিয়েছেন, কার্লসেন বার বার এই ভুল করেছেন। শাস্তি পাওয়ার পর কার্লসেন ব্লিৎজ় বিভাগে অংশ নেবেন না বলে জানিয়েছেন।

নরওয়ের এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কার্লসেন বলেন, “ফিডের এই সব নিয়মে আমি ক্লান্ত। আর এই সব চাই না। ওদের কিছু করতে হবে না। সমর্থকদের জন্য আমি দুঃখিত।” অন্য একটি সংবাদমাধ্যমকে কার্লসেন বলেন, “আমি বলেছিলাম পরের দিন পোশাক পাল্টে আসব। কিন্তু ওরা বলে এখনই পরিবর্তন করতে হবে। এটা আমার সম্মানে লাগে। সত্যি বলছি, এই সব কিছু করার বয়স পেরিয়ে এসেছি। ওরা যদি এটাই চায় তা হলে আমি এমন কোনও জায়গায় থাকতে চাইব, যেখানে আমার জন্য মনোরম পরিবেশ থাকবে।”

Advertisement

ফিডের তরফে বার্তা, “বিশ্ব র‍্যাপিড এবং ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপের কিছু নিয়ম আছে। পোশাক নিয়েও আছে। সেটা সব খেলোয়াড়দের জন্যই সমান। ম্যাগনাস কার্লসেন জিন্স পরে সেই নিয়ম ভেঙেছেন। আরবিটার সেই অনিয়মের কথা জানিয়ে কার্লসেনকে জরিমানা করেছেন। তাঁকে পোশাক পরিবর্তন করে আসার কথাও বলা হয়। কিন্তু কার্লসেন তা করেননি। সেই কারণে নবম রাউন্ডে তাঁকে কারও সঙ্গে খেলতে দেওয়া হয়নি। নিয়ম সব খেলোয়াড়দের জন্যই সমান।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement