ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
সকলের পরনে উর্দি। কারও হাতে মাইক, আবার কারও হাতে গিটার। ছন্দ মিলিয়ে সকলেই গেয়ে চলেছে শাহরুখ খানের ছবির গান। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সম্প্রতি ‘পিঙ্কভিলালাইফস্টাইল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে্, উর্দি পরে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন সাত জন পুলিশকর্মী। তাঁদের কারও হাতে মাইক, কারও হাতে গিটার। সকলে মিলে সুর মিলিয়ে শাহরুখ খানের ছবি ‘মাই নেম ইজ় খান’-এর একটি গান গাইছেন। ২০১০ সালে মুক্তি পাওয়া শাহরুখ এবং কাজল অভিনীত ‘মাই নেম ইজ় খান’ ছবির গান ‘তেরে নয়না’। মঞ্চে পুলিশকর্মীদের সেই গানটিই গাইতে দেখা গিয়েছে।
ভিডিয়ো থেকে জানা যায় যে, এই ঘটনাটি হিমাচল প্রদেশের। সেখানকার একটি অনুষ্ঠানে মঞ্চে পুলিশকর্মীরা সঙ্গীত পরিবেশন করেছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের অলিগলিতে। ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক নেটাগরিক বলেছেন, ‘‘সকলে সুর মিলিয়ে এত সুন্দর ভাবে গান গেয়েছেন যে শুনে খুবই ভাল লাগছে।’’ আবার এক শাহরুখ-ভক্ত বলেছেন, ‘‘পেশা যেমনই হোক, শাহরুখ খান সকলের মনেই রয়েছেন।’’